আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজের বয়স ও স্বাস্থ্য নিয়ে বিতর্ক উসকে দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

নিজের বয়স ও স্বাস্থ্য নিয়ে বিতর্ক উসকে দিলেন ট্রাম্প
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ‘নিখুঁত’ স্বাস্থ্যের অধিকারী। তার স্বাস্থ্য নিয়ে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শের চেয়ে বেশি অ্যাসপিরিন গ্রহণ করেন, হাতের ক্ষত ঢাকতে মেকআপ ব্যবহার করেন এবং বিরক্তিকর মনে হওয়ায় নিয়মিত ব্যায়াম করা এড়িয়ে চলেন। এসব তথ্য তার বয়স ও স্বাস্থ্য নিয়ে চলমান উদ্বেগ ও বিতর্ককে উসকে দিয়েছে। খবর বিবিসির।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, গত অক্টোবরে তিনি সিটি স্ক্যান করেছিলেন। তবে এর আগে সাংবাদিকদের ভুলভাবে তথ্য দিয়েছিলেন যে, তার বিস্তৃত পরিসরে এমআরআই স্ক্যান করা হয়েছে।

বিজ্ঞাপন

৭৯ বছর বয়সি ট্রাম্প মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট এবং তার বয়সের লক্ষণ দেখা যাচ্ছে। তিনি বেশ কিছু সভায় ঘুমিয়ে পড়েন এবং অনেক সময় প্রশ্ন শুনতে পান না।

জার্নাল জানিয়েছে, ট্রাম্প তার স্বাস্থ্য নিয়ে জনসাধারণের আলোচনা ও বিতর্ক নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন।

ট্রাম্প জানান, তিনি গত ২৫ বছর ধরে নির্ধারিত ডোজের চেয়ে বেশি অ্যাসপিরিন গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘অনেকে বলে অ্যাসপিরিন রক্ত ​​পাতলা করতে সাহায্য করে, আমি চাই না আমার হৃৎপিণ্ড দিয়ে ঘন রক্ত ​​প্রবাহিত হোক।’

চিকিৎসকেরা ৮১ মিলিগ্রামের পরামর্শ দিলেও ট্রাম্প প্রতিদিন ৩২৫ মিলিগ্রাম অ্যাসপিরিন গ্রহণ করেন। বলেন, তিনি এত বছর পরে রুটিন পরিবর্তন করতে চান না। কারণ তিনি একটু কুসংস্কারাচ্ছন্ন।

প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি গল্ফ খেলা ছাড়া অন্য কোনো ধরনের নিয়মিত ব্যায়াম করতে পছন্দ করেন না। কারণ এটা বিরক্তিকর।

আরএেএসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন