আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিরিয়ায় ইসরাইলের হামলা, বিশ্বব্যাপী নিন্দার ঝড়

আমার দেশ অনলাইন

সিরিয়ায় ইসরাইলের হামলা, বিশ্বব্যাপী নিন্দার ঝড়
ছবি: আল জাজিরা

সিরিয়ার রাজধানী দামেস্কে সামরিক সদর দপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং প্রেসিডেন্ট প্রাসাদের কাছাকাছি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। বুধবারের হামলা অন্তত একজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র:

হামলার প্রতিক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহিংসতা বৃদ্ধি পাওয়ায় যুক্তরাষ্ট্র খুবই উদ্বিগ্ন।

জাতিসংঘ:

সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ মহাসচিব সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার পাশাপাশি গোলানে ইসরাইলের সেনাবাহিনী মোতায়েনের নিন্দা জানিয়েছেন।’

তুরস্ক:

হামলার নিন্দা জানিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একে সিরিয়ার শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্জনের প্রচেষ্টাকে নস্যাৎ করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার জনগণের শান্তিতে বসবাস এবং বিশ্বের সঙ্গে একীভূত হওয়ার একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে। বিবৃতিতে এই সুযোগকে সমর্থনকারী সকল অংশীদারদের শান্তি পুনরুদ্ধারের জন্য সিরিয়ার সরকারের প্রচেষ্টায় অবদান রাখা উচিত।

ইরান:

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরান সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সমর্থন করে।

সংযুক্ত আরব আমিরাত:

হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা সিরিয়ার সার্বভৌমত্বের যেকোনো লঙ্ঘনকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে।

গালফ কোঅপারেশন কাউন্সিল:

বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সমন্বয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ‘কঠোর ভাষায়’ এই হামলার নিন্দা জানিয়েছে।

এক বিবৃতিতে, জিসিসির মহাসচিব বলেন, ইসরাইলি হামলা সিরিয়ার সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’।

কুয়েত:

কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি বলেছে, ‘এই আগ্রাসন সিরিয়ার অবকাঠামো এবং জনসাধারণের সুযোগ-সুবিধার মারাত্মক ক্ষতি করেছে।

ইউরোপীয় ইউনিয়ন:

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেছেন, তিনি দামেস্কে ইসরাইলি হামলার বিষয়ে খুবই উদ্বিগ্ন। তিনি আরো বলেন, সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার এবং উত্তেজনা কমানোর আহ্বান জানান তিনি।

নরওয়ে:

নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরাইলের সাম্প্রতিক হামলা সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রচেষ্টাকে ব্যাহত করতে পারে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...