আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, নিহত ৮

আমার দেশ অনলাইন

ভারতে হাসপাতালের আইসিইউতে ভয়াবহ আগুন, নিহত ৮
ছবি: হিন্দুস্তান টাইমস

ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরের সওয়াই মান সিং হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট রোগী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন নারী এবং চারজন পুরুষ রয়েছেন। পাঁচজন রোগীর অবস্থা আশঙ্কাজনক। রোববার মধ্যরাতে হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

শর্ট সার্কিটের কারণে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ট্রমা সেন্টারের ইনচার্জ অনুরাগ ধাকাড় জানিয়েছেন, আগুনের সূত্রপাত হয়েছে শর্ট সার্কিটের কারণে।

বিজ্ঞাপন

আগুনের লেলিহান শিখা দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে। এই সময় ধোঁয়ায় পুরো ওয়ার্ড ভরে যায়, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে। ট্রমা সেন্টারের ইনচার্জ বলেন, ‘আমাদের ট্রমা সেন্টারের দু’তলায় দুটি আইসিইউ রয়েছে। একটি ট্রমা আইসিইউ এবং অন্যটি সেমি-আইসিইউ সেই সময় সেখানে মোট ২৪ জন রোগী ভর্তি ছিলেন, তাদের মধ্যে ১১ জন ট্রমা আইসিইউতে ছিলেন।’

বেশিরভাগ রোগী কোমায় ছিলেন। তার ফলে তাদের বাঁচানো আরো কঠিন হয়ে পরে। ট্রমা কেয়ারের ইনচার্জ বলেছেন, ‘আমাদের টিম, নার্সিং স্টাফ এবং ওয়ার্ড বয়রা দ্রুত পরিস্থিতি সামাল দেয়। রোগীদের ট্রলিতে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। কিন্তু ছয়জন রোগীর অবস্থা এতটাই গুরুতর ছিল যে, সমস্ত চেষ্টা করার পরেও তাদের বাঁচানো যায়নি।’

আগুনের ঘটনার পর ট্রমা সেন্টারে থাকা অন্যান্য রোগীদের দ্রুত অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত করছে পুলিশ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন