দক্ষ কর্মী ভিসার (এইচ–১বি) নতুন নিয়ম চালু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সামাজিকমাধ্যমের একাউন্ট যাচাই-বাছাইয়ের নীতির কারণে এরইমধ্যে সমস্যায় পড়েছেন ভারতীয় এইচ-১বি ভিসা আবেদনকারীরা। অনেকেরই নির্ধারিত সাক্ষাৎকারের সময় পাল্টে পরের বছর করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। খবর এনডিটিভির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক বিবৃতিতে নয়াদিল্লির মার্কিন দূতাবাস বলেছে, আপনি যদি ইমেইলে আপনার ভিসা সাক্ষাৎকারের জন্য পুনঃনির্ধারণের নোটিস পেয়ে থাকেন, তাহলে মিশন ইন্ডিয়া আপনার নতুন তারিখে সেবা দিতে আগ্রহী।’
এতে আলো বলা হয়েছে, ‘যদি কোনো ভিসা আবেদনকারী নতুন তারিখ জানানো পরও, আগের সাক্ষাৎকারের তারিখে কনস্যুলেটে হাজির হন, তবে তাকে প্রবেশাধিকার দেয়া হবে না।’
ব্লুমবার্গ জানিয়েছে, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষের দিকে যাদের সাক্ষাৎকার নির্ধারিত ছিল, আগামী বছরের মার্চে তাদের সাক্ষাৎকার হবে।
এক নামী ব্যবসায়িক ইমিগ্রেশন ল ফার্মের অ্যাটর্নি স্টিভেন ব্রাউন বলেন, ‘মিশন ইন্ডিয়া যা নিশ্চিত করেছে, তা আমাদের আগেই শোনা তথ্যের সঙ্গে মিলে যায়। সামাজিকমাধ্যম ভেটিংয়ের কারণে তারা আগামী কয়েক সপ্তাহের বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে মার্চে সরিয়ে নিয়েছে।’
এইচ-১বি ভিসার আবেদনকারী ও তাদের এইচ-৪ নির্ভরশীলদের জন্য যুক্তরাষ্ট্র সরকার সম্প্রসারিত স্ক্রিনিং ও ভেটিং ব্যবস্থা চালু করেছে। নির্দেশনায় বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের সব সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিং ‘পাবলিক’ রাখতে হবে।
সোমবার (১৫ ডিসেম্বর) থেকে কর্মকর্তারা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি খতিয়ে দেখবেন যে কারা অযোগ্য বা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা জননিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটরদের ক্ষেত্রে এ ধরনের যাচাই আগেই চলতো।


ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সংকটে পড়ছেন ফিফা প্রেসিডেন্ট
লন্ডনের মেয়র সাদিক খানকে নিয়ে যা বললেন ট্রাম্প