নিরাপত্তা সহযোগিতাসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ইসরাইল ও জার্মানি। রোববার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, চুক্তিতে ইরান ও তার মিত্রদের আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। খবর মিডল ইস্ট মনিটরের।
জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড এই চুক্তিতে সই করেন। বিবৃতিতে বলা হয়, ‘ইরান ও তার মিত্ররা, বিশেষ করে হিজবুল্লাহ, হামাস এবং হুথিরা কেবল ইসরাইলকেই নয়, আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক নিরাপত্তাকেও হুমকির মুখে ফেলেছে।’
বিবৃতি অনুযায়ী, চুক্তিটি ইসরাইলের নিরাপত্তার প্রতি জার্মানির গভীর অঙ্গীকারকেই প্রতিফলিত করে।
চুক্তি অনুযায়ী সাইবার প্রতিরক্ষা, উন্নত প্রযুক্তি, আইন প্রয়োগকারী সংস্থা, সন্ত্রাসবাদ দমন এবং নাগরিক সুরক্ষার ক্ষেত্রে উভয় দেশের নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে একটি বিস্তৃত নিরাপত্তা অংশীদারিত্ব প্রতিষ্ঠা করবে।
গাজা যুদ্ধের কারণে গত বছরের আগস্টে ইসরাইলে সামরিক সরঞ্জাম রপ্তানি স্থগিত করেছিল জার্মানি। জার্মানি যুক্তি দিয়েছিল, তাদের রপ্তানি করা অস্ত্র ইসরাইল গাজা যুদ্ধে ব্যবহার করতে পারে। যুক্তরাষ্ট্রের পর ইসরাইলের দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র সরবরাহকারী দেশ জার্মানি।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ট্রাম্পের হুমকির পর কিউবার পাশে দাঁড়াল চীন