আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত ৩

আমার দেশ অনলাইন

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত সংঘর্ষে নিহত ৩
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে সশস্ত্র সংঘর্ষে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। তাজিকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, ওই তিনজন আফগানিস্তান থেকে অনুপ্রবেশ করেছিলেনা। এরপরই সংঘর্ষ শুরু হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বৃহস্পতিবার তাজিক সীমান্তরক্ষী বাহিনীর বরাত দিয়ে সংবাদ সংস্থা খোভার জানিয়েছে, শামসিদ্দিন শোখিন জেলার কাভো গ্রামে মঙ্গলবার তিনজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে দেশে অনুপ্রবেশ করে।

বিজ্ঞাপন

তাজিকিস্তান বলছে, সন্ত্রাসীরা তাজিক সীমান্তরক্ষীদের আত্মসমর্পণের নির্দেশ মানতে অস্বীকৃতি জানায় এবং সশস্ত্র প্রতিরোধের প্রস্তাব দেয়। তারা সীমান্ত চৌকির একটিতে সশস্ত্র আক্রমণ চালানোর পরিকল্পনা করেছিল। পরে সীমান্তরক্ষীদের অভিযানে তারা নিহত হন।

ঘটনাস্থল থেকে তিনটি এম-১৬ রাইফেল, একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল, সাইলেন্সারসহ তিনটি বিদেশি পিস্তল, ১০টি হ্যান্ড গ্রেনেড, একটি নাইট-ভিশন স্কোপ, বিস্ফোরক এবং অন্যান্য গোলাবারুদ জব্দ করা হয়েছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...