যুক্তরাষ্ট্রে অচলাবস্থা নিরসনে দু’পক্ষের সমঝোতা, সিনেটে বিল পাস

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ১০: ২১
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৪: ০৭
ছবি: বিবিসি

কেন্দ্রীয় সরকারের অচলাবস্থা কাটিয়ে উঠতে সমঝোতায় পৌঁছেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটররা। এরফলে রেকর্ড ৪০ দিন ধরে চলা শানডাউনের অবসান হবে বলে আশা করা হচ্ছে। খবর এনবিসি নিউজের।

সরকারি ব্যয়ের বাজেট পাস নিয়ে রিপালিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের কারণে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

বিজ্ঞাপন

এর আগে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটররা আলোচনায় বসলেও শনিবার দিনভর বৈঠক শেষে কোন অগ্রগতি হয়নি।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার রাতে এ নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে সমঝোতা বৈঠকও অনুষ্ঠিত হয়। এরপরই সিদ্ধান্ত হয় ভোটের।

এরপর ডেমোক্র্যাটিক আইন প্রণেতাদের একটি দল সিনেটে রিপাবলিকানদের সঙ্গে আলোচনা করে একটি চুক্তিতে সমর্থন দিয়েছে। যার ফলে ৪০ দিনের অচলাবস্থার পর যে কোনো অগ্রগতির প্রথম পদক্ষেপ। এই চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে সরকারি পরিষেবা সম্পূর্ণভাবে পুনরায় চালু করার পথ খুলে দিতে পারে।

তবে এখনো বেশ কিছু বাধা রয়ে গেছে। চুক্তিটি এখনো হাউস অব রিপ্রেজেনটেটিভসে পাস হওয়া প্রয়োজন। পাশাপাশি চুক্তির বিরোধিতাকারী ডেমোক্র্যাটরা প্রক্রিয়াটি ধীর করে দিতে পারে।

শাটডাউনের কারণে লাখ লাখ সরকারি কর্মী বেতন পাচ্ছেন না।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্মার্টফোনপ্রেমীদের জন্য ‘উইন্টার ডিলস’ ক্যাম্পেইন

মুরগির ফার্মে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ফিড ব্যবসায়ীর মৃত্যু

আজ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাবান্ধা সীমান্তে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

হাসিনার মামলা ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত