আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জাতীয় নিরাপত্তা রক্ষায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা পাকিস্তানি সেনাপ্রধানের

আমার দেশ অনলাইন

জাতীয় নিরাপত্তা রক্ষায় ‘জিরো টলারেন্স’ ঘোষণা পাকিস্তানি সেনাপ্রধানের
ছবি: সংগৃহীত

জাতীয় নিরাপত্তার প্রতি যেকোনো হুমকি মোকাবেলায় ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ফিল্ড মার্শাল মুনির লাহোর গ্যারিসন পরিদর্শনের সময় সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। এসময় তিনি পেশাদারিত্ব এবং দৃঢ়তার সঙ্গে ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

সেনাপ্রধান বলেন, সশস্ত্র বাহিনী পাকিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি শৃঙ্খলা, উৎকর্ষতা এবং নিঃস্বার্থভাবে জাতীয় সেবা চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি।

এরআগে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, আফগানিস্তান সন্ত্রাসী এবং রাষ্ট্র-বহির্ভূত শক্তির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। ২০২১ সালে ক্ষমতায় আসা তালেবান সরকার সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন