আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে ইরাকি সেনাদের বিশেষ প্রশিক্ষণ

আমার দেশ অনলাইন

পাকিস্তানে ইরাকি সেনাদের বিশেষ প্রশিক্ষণ
ছবি : সংগৃহীত

ইরাকের সেনাদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। গত ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রে (এনসিটিসি) এই প্রশিক্ষণ দেওয়া হয়।

রোববার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়েছে, ৪৪৬ জন প্রশিক্ষণার্থীর তৃতীয় ব্যাচের স্নাতক প্রশিক্ষণ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানি সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইরাকের সামরিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, প্রশিক্ষণ চলাকালে উভয় দেশের সেনারা ব্যতিক্রমী পেশাদারত্ব, অপারেশনাল দক্ষতা ও নিষ্ঠা প্রদর্শন করেছে। এই কর্মসূচিতে সন্ত্রাসবিরোধী ক্ষমতা বৃদ্ধি, কৌশলগত মহড়া এবং সমন্বিত মিশন পরিকল্পনার ওপর জোর দেওয়া হয়েছে।

আইএসপিআর আরো জানিয়েছে, সব প্রশিক্ষণের লক্ষ্য সফলভাবে অর্জন করা হয়েছে, যা পাকিস্তান ও ইরাকের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক সম্পর্ককে আরো জোরদার করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতামূলক প্রতিরক্ষা প্রস্তুতির প্রতি উভয় দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন