
আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দল লিকুদ পার্টির এমপি ওফির কাৎজ বিষয়টি নিশ্চিত করেছেন
গতকাল বৃহস্পতিবার ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথকে দেয়া সাক্ষাৎকারে ওফির বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জুডিয়া ও সামারিয়াকে (পশ্চিম তীর) ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা সংক্রান্ত বিলটির কার্যক্রম যেন স্থগিত রাখা হয়।
জুডিয়া ও সামারিয়াকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে গত বুধবার বিল উত্থাপন করা হয় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে। উত্থাপনের পর ১২০ আসনের নেসেটে বিলটির পক্ষে ভোট পড়ে ২৫টি, বিপক্ষে ২৪টি। বাকি ৭১ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এই ৭১ জনের মধ্যে নেতানিয়াহু নিজে এবং লিকুদ পার্টির বেশ কয়েকজন এমপি আছেন।
বিধি অনুসারে, ইসরাইলে কোনো বিল চূড়ান্তভাবে পাস হতে হলে উত্থাপনের পর সেটির ওপর চারবার ভোট হয়। চতুর্থবার ভোটের পর নির্ধারিত হয় যে বিলটি বাস্তবায়ন বা কার্যকর করা হবে কি না। তবে নেতানিয়াহু নির্দেশ জারি করার পর আপাতত বিলটির ওপর পরবর্তী ভোট হচ্ছে না।
বিলটি পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি এই বিলের বাস্তবায়ন শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সহযোগিতা হারাবে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্তি সংক্রান্ত বিলটির কার্যক্রম স্থগিতের নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দল লিকুদ পার্টির এমপি ওফির কাৎজ বিষয়টি নিশ্চিত করেছেন
গতকাল বৃহস্পতিবার ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথকে দেয়া সাক্ষাৎকারে ওফির বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জুডিয়া ও সামারিয়াকে (পশ্চিম তীর) ইসরাইলি ভূখণ্ডে অন্তর্ভুক্ত করা সংক্রান্ত বিলটির কার্যক্রম যেন স্থগিত রাখা হয়।
জুডিয়া ও সামারিয়াকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে গত বুধবার বিল উত্থাপন করা হয় ইসরাইলের পার্লামেন্ট নেসেটে। উত্থাপনের পর ১২০ আসনের নেসেটে বিলটির পক্ষে ভোট পড়ে ২৫টি, বিপক্ষে ২৪টি। বাকি ৭১ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এই ৭১ জনের মধ্যে নেতানিয়াহু নিজে এবং লিকুদ পার্টির বেশ কয়েকজন এমপি আছেন।
বিধি অনুসারে, ইসরাইলে কোনো বিল চূড়ান্তভাবে পাস হতে হলে উত্থাপনের পর সেটির ওপর চারবার ভোট হয়। চতুর্থবার ভোটের পর নির্ধারিত হয় যে বিলটি বাস্তবায়ন বা কার্যকর করা হবে কি না। তবে নেতানিয়াহু নির্দেশ জারি করার পর আপাতত বিলটির ওপর পরবর্তী ভোট হচ্ছে না।
বিলটি পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি এই বিলের বাস্তবায়ন শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব ধরনের সহযোগিতা হারাবে ইসরায়েল।

গাজা যুদ্ধ বন্ধে চুক্তি স্বাক্ষরের পর ইসরাইলি সমর্থনপুষ্ট গাজার সশস্ত্র গোষ্ঠীর নেতা ইয়াসির আবু শাবাব আন্তর্জাতিক সুরক্ষা দাবি করেন। পরিকল্পিত লুটপাট, ইসরাইলকে সহযোগিতা এবং ফিলিস্তিনিদের হত্যার জন্য বিচারের ভয়ে তিনি এই সুরক্ষা দাবি করেন।
৩ ঘণ্টা আগে
পাকিস্তানে ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে টমোটো। দেশটির গণমাধ্যম ডন জানায়, বন্যা এবং ফসলের অনেক ক্ষতি সত্ত্বেও পাকিস্তানের ইতিহাসে টমোটোর দাম কখনোই এত বেশি ছিল না। এটি একটি নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
১১ ঘণ্টা আগে
মাস্কের মতে, হিউম্যানয়েড রোবটগুলি শারীরিক শ্রমের কাজ গ্রহণ করে দারিদ্র্য হ্রাসে সাহায্য করতে পারে এবং সমাজকে ব্যাপক রূপান্তরিত করতে পারে। তিনি অপ্টিমাসকে একজন “অবিশ্বাস্য সার্জন” হিসেবে বর্ণনা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর ব্যাপক ব্যবহার এমন একটি বিশ্ব তৈরি করতে পারে যেখানে কাজ ঐচ্ছিক হবে এবং
১৪ ঘণ্টা আগে
নতুন এই যৌথ উদ্যোগের নেতৃত্বে থাকবে এয়ারবাস, যার হাতে থাকবে ৩৫% শেয়ার। লিওনার্দো ও থ্যালেস প্রত্যেকে পাবে ৩২.৫% করে মালিকানা। প্রতিষ্ঠানটি ইউরোপজুড়ে প্রায় ২৫ হাজার মানুষকে কর্মসংস্থান দেবে এবং পাঁচ বছরের মধ্যে মধ্য-তিন অঙ্কের মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে।
১৪ ঘণ্টা আগে