খাদ্য সহায়তা বন্ধ

আমার দেশ অনলাইন

নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়া বন্ধ করার পরিকল্পনা নেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে নভেম্বর থেকে খাদ্য সহায়তা দেয়া বন্ধ হচ্ছে। এই প্রকল্পের আওতায় ৪ কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হতো। খবর বিবিসির।
নিম্নআয়ের মানুষদের জন্য দেয়া খাদ্য সহায়তা-খাদ্য স্ট্যাম্প নামে পরিচিত। সম্পূরক পুষ্টি সহায়তা (ন্স্যাপ) কর্মসূচিতে অর্থায়ন বন্ধ ঠেকাতে এই মামলা করেছে অঙ্গরাজ্যগুলো। এই মামলার মাধ্যমে খাদ্য স্ট্যাম্প প্রকল্পের জন্য প্রায় ৬ বিলিয়ন ডলার জরুরি তহবিল ব্যবহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার আশা তাদের।
স্ন্যাপের তত্ত্বাবধানকারী মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই তহবিলের অর্থ ব্যবহার করবে না। তাদের যুক্তি, প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি অবস্থার জন্য অর্থের প্রয়োজন হতে পারে।
রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা চলমান ফেডারেল শাটডাউনের জন্য একে অপরকে দোষারোপ করেছে।
২৫টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে দায়ের করা মামলায় যুক্তি দেয়া হয়েছে যে, প্রশাসনের পক্ষ থেকে জরুরি তহবিল ব্যবহার না করা বেআইনি হবে এবং এই পদক্ষেপের ফলে লাখ লাখ নিম্নআয়ের মানুষ নিত্যপণ্য কেনার সামর্থ্য হারাবে।
মামলায় উল্লেখ করা হয়, প্রকল্পের ইতিহাসে এই প্রথমবারের মতো তহবিলের ব্যয় করা বন্ধের পদক্ষেপ নেয়া হচ্ছে।
এতে আরো বলা হয় ‘এই সুবিধা বন্ধ করে দেয়ার ফলে জনস্বাস্থ্যর অবনতি ঘটবে।’
আরএ

নিম্নআয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা দেয়া বন্ধ করার পরিকল্পনা নেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্য। কেন্দ্রীয় সরকারের শাটডাউনের কারণে নভেম্বর থেকে খাদ্য সহায়তা দেয়া বন্ধ হচ্ছে। এই প্রকল্পের আওতায় ৪ কোটির বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়া হতো। খবর বিবিসির।
নিম্নআয়ের মানুষদের জন্য দেয়া খাদ্য সহায়তা-খাদ্য স্ট্যাম্প নামে পরিচিত। সম্পূরক পুষ্টি সহায়তা (ন্স্যাপ) কর্মসূচিতে অর্থায়ন বন্ধ ঠেকাতে এই মামলা করেছে অঙ্গরাজ্যগুলো। এই মামলার মাধ্যমে খাদ্য স্ট্যাম্প প্রকল্পের জন্য প্রায় ৬ বিলিয়ন ডলার জরুরি তহবিল ব্যবহার করতে কেন্দ্রীয় সরকারকে বাধ্য করার আশা তাদের।
স্ন্যাপের তত্ত্বাবধানকারী মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, তারা এই তহবিলের অর্থ ব্যবহার করবে না। তাদের যুক্তি, প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি অবস্থার জন্য অর্থের প্রয়োজন হতে পারে।
রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা চলমান ফেডারেল শাটডাউনের জন্য একে অপরকে দোষারোপ করেছে।
২৫টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ডেমোক্র্যাটিক অ্যাটর্নি জেনারেলদের নেতৃত্বে দায়ের করা মামলায় যুক্তি দেয়া হয়েছে যে, প্রশাসনের পক্ষ থেকে জরুরি তহবিল ব্যবহার না করা বেআইনি হবে এবং এই পদক্ষেপের ফলে লাখ লাখ নিম্নআয়ের মানুষ নিত্যপণ্য কেনার সামর্থ্য হারাবে।
মামলায় উল্লেখ করা হয়, প্রকল্পের ইতিহাসে এই প্রথমবারের মতো তহবিলের ব্যয় করা বন্ধের পদক্ষেপ নেয়া হচ্ছে।
এতে আরো বলা হয় ‘এই সুবিধা বন্ধ করে দেয়ার ফলে জনস্বাস্থ্যর অবনতি ঘটবে।’
আরএ

এরদোয়ান বলেন, “আমরা এমন একটি তুরস্ক গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ, যেখানে সন্ত্রাসের হুমকি শূন্যে নামিয়ে আনা হয়েছে। আমরা আমাদের রাষ্ট্রের মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে এই প্রক্রিয়া এগিয়ে নেব।”
৩ ঘণ্টা আগে
গাজা যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও হামলা চালিয়েছে ইসরাইল। মঙ্গলবার সন্ধ্যা থেকে চালানো হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১০৪-এ দাঁড়িয়েছে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে
ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে গ্যাংবিরোধী অভিযানে নিহত ৬৪ জনের মধ্যে ৪০ লাশ রাস্তায় পড়ে রয়েছে। ওই লাশগুলোর মধ্যে ৪ জন পুলিশ কর্মকর্তাও রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
১১ ঘণ্টা আগে
ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাত ঠেকাতে উভয় দেশকে ২৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৯ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনে তিনি এই দাবি করেন।
১২ ঘণ্টা আগে