আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারত পানি বন্ধ করলে উচিত জবাব দেবে পাকিস্তান

আমার দেশ অনলাইন
ভারত পানি বন্ধ করলে উচিত জবাব দেবে পাকিস্তান
ছবি: জিও নিউজ

ভারত চুক্তি লঙ্ঘন করে সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে উচিত জবাব দেবে পাকিস্তান। মঙ্গলবার এমন হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জিও নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

মঙ্গলবার ইসলামাবাদে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘ভারত পাকিস্তানের এক ফোঁটাও পানি ছিনিয়ে নিতে পারবে না ।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ভারত পানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। যদি এমন কোনো পদক্ষেপের চেষ্টা করা হয়, তাহলে পাকিস্তান ভারতে এমন শিক্ষা দেবে, যা তারা কখনো ভুলবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রী শেহবাজ জোর দিয়ে বলেন যে পানি পাকিস্তানের জন্য একটি জীবনরেখা, এবং আন্তর্জাতিক চুক্তির অধীনে দেশের অধিকারের সাথে কোনো আপস করা হবে না।

গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি পর্যটক নিহত হন। ভারতের দাবি, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল, তবে পাকিস্তান বরাবরই ওই দাবি নাকচ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ১০ মে তাদের সশস্ত্র বাহিনী ভারতকে পরাজিত করার পর একটি ‘নতুন পাকিস্তান’ আবির্ভূত হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) যখন ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে তখন ভারতের গর্ব মাটিতে মিশে যায়। একে পাকিস্তানের জন্য একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে অভিহিত করেন।

পেহেলগামে হামলার পর সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এরফলে পাকিস্তানের তিন নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন।

১৯৬০ সালের সেপ্টেম্বরে বিশ্বব্যাংকের মধ্যস্ততায় ভারত ও পাকিস্তানের মধ্যে পানি-বন্টণ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে কোনও দেশের পক্ষে একতরফাভাবে চুক্তি স্থগিত বা বাতিল করার কোনো বিধান নেই এবং এতে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে।

ভারত সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করার পর আন্তর্জাতিক আদালতে মামলা করে পাকিস্তান। ৮ আগস্ট ওই মামলা রায় দিয়েছেন আদালত। এতে সিন্ধু পানিবণ্টন চুক্তি সচল করা এবং ভারতকে এই চুক্তিতে ফিরে আসার নির্দেশ দেয়া হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন