ট্রাম্পের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ১২: ৫৭
ছবি: সিএনএন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়ায় বিক্ষোভ করেছে শত শত মানুষ। ট্রাম্প সিউলে মার্কিন দূতাবাসের কাছে পৌঁছালে তার বিরুদ্ধে স্লোগান দেন বিক্ষোভকারীরা। তারা ট্রাম্পের গাড়ি বহরের কাছে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। খবর বিবিসির।

যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ মিত্র দেশ।

বিজ্ঞাপন

সিউলের গিয়ংজু জাদুঘরের বাইরে অনুষ্ঠিত বিক্ষোভে ‘নো ট্রাম্প’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা। এখানে ট্রাম্পের একটি একটি অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়ি বহর চলে যাওয়ার কয়েক মিনিট পরেই তারা জাদুঘরের দিকে ছুটে যায়। তবে পুলিশ তাদের থামিয়ে দেয়।

pROTEST

এপেক সম্মেলনকে ঘিরে দক্ষিণ কোরিয়া নিরাপত্তা ব্যস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীদের তুলনায় রাস্তায় পুলিশের সংখ্যা প্রায় তিনগুণ বেশি বলে জানিয়েছে বিবিসি।

ডোনাল্ড ট্রাম্প জাদুঘরের ভিতরে থাকাকালীন কোনো ঝুঁকি নিতে চাইছেন না দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

বিক্ষোভকারীরা এই অঞ্চলের দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের নিন্দা জানান। এক বিক্ষোভকারী বলেন, ‘এই শুল্ক এই অঞ্চলের মানুষের জীবনে ধ্বংসাত্মক প্রভাব ফেলবে।’

ট্রাম্পকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানান বিক্ষোভকারীরা।

এছাড়া এর কয়েকশ মিটার দূরে, গিয়ংবোকগাং প্রাসাদের গেটের কাছেও বিক্ষোভ করেন ট্রাম্প বিরোধীরা।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত