আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি

ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি মাদুরোর

আমার দেশ অনলাইন
ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি মাদুরোর
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মাদক চোরাচালানের ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভেনেজুয়েলায় যেকোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র-এমন ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই উত্তেজনার প্রেক্ষিতে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ক্ষমতাসীন পিএসইউভি দলীয় কর্মীদের এক সমাবেশে মাদুরো বলেন, তিনি সাবেক প্রেসিডেন্টি হুগো শ্যাভেজের উত্তরাধিকারের প্রতি এবং ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘নিশ্চিত থাকুন যে, আমাদের কমান্ডার শ্যাভেজের লাশের সামনে আমি যেমন শপথ করেছিলাম, ঠিক তেমনই আমি আপনাদের প্রতি পূর্ণ আনুগত্যের শপথ করছি।’

জনগণের উদ্দেশ্যে মাদুরো বলেন, ‘নিশ্চিত থাকুন যে আমি আপনাদের কখনো ব্যর্থ হতে দেবো না, কখনো না, কখনো না।’

সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানের অভিযোগে কমপক্ষে ২১টি জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যাতে কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে।

ট্রাম্প স্থলপথেও অভিযান চালানোর হুমকি দিয়েছেন। তিনি সতর্ক করে দিয়েছেন যে ভেনেজুয়েলার আকাশসীমা ‘বন্ধ করে রাখা উচিত’। মাদুরো অভিযোগ করেছেন, তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন