ঠিক এক বছর আগে সিরিয়ার বিরোধী বাহিনী স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন ঘটনায়। ক্ষমতাচ্যুত হয়ে সপরিবারে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। তবে এক বছরেও মস্কো জানায়নি রাশিয়ার ঠিক কোথায় থাকেন আসাদ ও তার পরিবার।
জানা গেছে, সিরিয়ার সাবেক এই প্রেসিডেন্ট ও তার পরিবার অভিজাত মস্কো সিটির কয়েক ডজন আকাশচুম্বী কমপ্লেক্সের মালিক। পতনের আগে সিরিয়া থেকে পাচার করা নগদ অর্থ দিয়ে এসব কমপ্লেক্স কেনা হয়েছিল।
দ্য ইউএস সান গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানায়, আসাদ মস্কোতে ‘সেনানায়কদের অবসর গ্রামে’ বিলাসী জীবনযাপন করছেন।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার এই স্বৈরশাসক রাজধানী মস্কোতে রাশিয়ার বেশ কয়েকটি সুরক্ষিত সরকারি কম্পাউন্ডের একটিতে লুকিয়ে থাকতে পারেন, যার ব্যবস্থা করেছেন বন্ধু পুতিন।
এরকমই একটি কম্পাউন্ড হচ্ছে ভোরোবিওভি গোরি, এটি রাশিয়ার হলিউডের কাছে স্প্যারো হিলসে অবস্থিত।
সূত্রটি বলেছে, ‘এটি এমন একটি জায়গা যেখানে আসাদকে ‘ফেডারেল প্রোটেকশন সার্ভিসের’ মাধ্যমে কড়া নিরাপত্তায় রাখা হতে পারে।’ মস্কোর বাইরে এরকম আরো কিছু কম্পাইন্ড আছে। রুশ প্রেসিডেন্ট পুতিন ব্যক্তিগতভাবে অনুমোদন দিলেই কেবল এসব কম্পাউন্ডে থাকা সম্ভব। প্রতিবেদন অনুযায়ী, আসাদ এখন ৯৯ ফুট উঁচু টাওয়ারের পেন্টহাউসে ভিডিও গেম খেলে সময় ব্যয় করেন।
এখানে সোভিয়েত অভিজাতদের জন্য কটেজ তৈরি করা হয়েছিল এবং কিউবার শাসক ফিদেল কাস্ত্রো এবং সম্ভবত আসাদের নিজের বাবা হাফিজের মতো মিত্ররা তাদের সফরে এগুলো ব্যবহার করতেন।
রাশিয়ার সিক্রেট সার্ভিস ৬০ বছর বয়সী এই বাশার আল-আসাদের নিরাপত্তার দায়িত্বে রয়েছে। সুরক্ষিত ও গোপন এসব গ্রামের ভাড়াটিয়াদের মধ্যে রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভও রয়েছেন। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে গেরাসিমভ সেখানে চলে যান। অলিগার্ক ও চেলসির সাবেক কর্ণধার রোমান আব্রামোভিচেরও এই এলাকায় একটি বাড়ি রয়েছে।
আসাদ বা তার স্ত্রী আসমা সম্পর্কে কোনো তথ্য প্রকাশ না করার নির্দেশ দিয়েছেন পুতিন। সিরিয়ার আহমেদ আল-শারার সরকার আসাদের প্রত্যর্পণের দাবি জানিয়েছে। তবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া।
আরএ


শান্তির জন্য ‘রাষ্ট্র বহির্ভূত’ শক্তির সাথেও সংলাপের আহ্বান কাতারের
পুতিনকে নিয়ে আসাদের কথোপকথনের ভিডিও ফাঁস