আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ

আমার দেশ অনলাইন
হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবানের পদত্যাগ দাবিতে ব্যাপক বিক্ষোভ
ছবি: সংগৃহীত

শিশু নির্যাতন কেলেঙ্কারির বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিরোধী দল টিআইএসজিএয়ের নেতা পিটার ম্যাগিয়ার বিক্ষোভের নেতৃত্ব দেন। রাষ্ট্র পরিচালিত কিশোর সংশোধনাগারগুলোতে শিশু নির্যাতনের অভিযোগের প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। খবর আল জাজিরার।

হাজার হাজার বিক্ষোভকারী ‘শিশুদের রক্ষা করুন!’ লেখা একটি ব্যানার নিয়ে মিছিলে অংশ নেন। বিক্ষোভকারীরা খেলনা এবং মশালও বহন করেন।

বিজ্ঞাপন

স্যান্ডর হরভাট নামে এক বিক্ষোভকারী টিসজাবেকস থেকে প্রায় ৩২৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। তার বিশ্বাস, আগামী নির্বাচনে অরবানের সরকারের পরাজয় হবে।

তিনি বলেন, ‘অন্যান্য দেশে এই কেলেঙ্কারির কারণে পুরো সরকারই ভেঙে যেত। কিন্তু এখানে আমরা দেখতে পাই তারা ক্ষমতা আঁকড়ে আছে।’

সেপ্টেম্বরে দেশটির রাজধানী বুদাপেস্টে একটি কিশোর আটক কেন্দ্রে শিশু নির্যাতনের নতুন অভিযোগ ওঠে। কেন্দ্রের নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা যায়, সজোলো স্ট্রিট কিশোর আটক কেন্দ্রের পরিচালক এক ছেলের মাথায় লাথি মারছেন।

শুক্রবার বিরোধী নেতা ম্যাগয়ার ২০২১ সালের একটি অপ্রকাশিত সরকারি প্রতিবেদনও প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, রাষ্ট্র পরিচালিত কিশোর সংশোধনাগারগুলোতে এক-পঞ্চমাংশেরও বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা ডাকসুর

বিএনপির পরিকল্পনা জনগণের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান তারেক রহমানের

আত্মঘাতী গোলে আর্সেনালের নাটকীয় জয়

বুদ্ধিজীবী হত্যার ধারাবাহিকতায় মুজিববাদ প্রতিষ্ঠিত হয়: নাঈম আহমাদ

আসামিরা গ্রেপ্তার না হলে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি

এলাকার খবর
খুঁজুন