ফিলিস্তিন-ইসরাইল সমস্যা

আমার দেশ অনলাইন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর সাথে বৈঠকে তিনি একথা বলেন। ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
গাজায় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। এই বিষয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরো বলা হয়, এরদোগান সিরিয়ার রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে তুরস্কের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেছেন।
কুয়েতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এরদোগান বলেন, বিনিয়োগ, জ্বালানি, বাণিজ্য এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কুয়েতের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোয়ান ও শেখ মেশালের উপস্থিতিতে তুরস্ক ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
আরএ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার কুয়েত সফরে দেশটির আমির শেখ মেশাল আল আহমেদ আল জাবের আল সাবাহর সাথে বৈঠকে তিনি একথা বলেন। ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বিরাষ্ট্রীয় সমাধানের লক্ষ্যে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
গাজায় কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে এরদোয়ান বলেন, স্থায়ী শান্তির জন্য দ্বিরাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। এই বিষয়ে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে আরো বলা হয়, এরদোগান সিরিয়ার রাজনৈতিক ঐক্য এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার ক্ষেত্রে তুরস্কের দৃঢ় সংকল্পের কথা তুলে ধরেছেন।
কুয়েতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে এরদোগান বলেন, বিনিয়োগ, জ্বালানি, বাণিজ্য এবং প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে দু’দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।
উপসাগরীয় সহযোগিতা পরিষদের বর্তমান সভাপতি হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধিতে কুয়েতের প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোয়ান ও শেখ মেশালের উপস্থিতিতে তুরস্ক ও কুয়েতের মধ্যে চারটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
আরএ

চলতি বছর রেকর্ড তৈরি করা গরমের পর আইসল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো মশার উপদ্রব দেখা গেছে। শীতপ্রধান দেশটি বিশ্বের মশামুক্ত দুই অঞ্চলের একটি হিসেবে পরিচিত ছিল। মশামুক্ত অপর অঞ্চল অ্যান্টার্কটিকা।
২ ঘণ্টা আগে
হামাস জানিয়েছে, তারা সকল ফিলিস্তিনি পক্ষের সঙ্গে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত রয়েছে। বার্তা সংস্থা আনাদোলুকে দেয়া সাক্ষাতকারে হামাসের মুখপাত্র হাজেম কাসেম একথা জানান। সংকীর্ণ দলীয় স্বার্থের উর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি বছরের শেষ দিকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে সৌদি আরব। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘তাদের গাজা এবং ইরান নিয়ে সমস্যা ছিল। এখন এই দুটি সমস্যা আর নেই।’
২ ঘণ্টা আগে
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভঙ্গ করলে ইসরাইলকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কর্মকর্তা। বুধবার ফিলিস্তিনের পশ্চিম তীরকে সংযুক্ত করতে একটি বিল পাস করেছে ইসরাইলের পার্লামেন্ট। এর প্রতিক্রিয়ায় এ সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে