আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

আমার দেশ অনলাইন

যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরাইলি হামলা, ৩ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলায় দুই শিশুসহ অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসা সূত্র ও প্রত্যক্ষদর্শীরা। বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসা সূত্রের বরাতে আনাদোলু জানায়, উত্তর গাজার বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরাইলি বোমা হামলায় আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর—১৪ বছর বয়সি সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সি মোহাম্মদ ইউসুফ—নিহত হয়। তারা বেইত লাহিয়ার বাসিন্দা ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী যে এলাকা থেকে ইসরাইলি সেনারা সরে যাওয়ার কথা ছিল, সেই এলাকাতেই ড্রোন হামলায় কিশোর দুজনের প্রাণ যায়।

এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিটে ইসরাইলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের সূত্র জানিয়েছে। একইভাবে বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরাইলি গুলিতে আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।

অন্যদিকে, দক্ষিণ গাজার খান ইউনিসের কিজান আল-নাজ্জার এলাকায় ইসরাইলি হামলায় এক ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শনিবার সকালে খান ইউনিস শহরের কেন্দ্রস্থলে জাসের বিল্ডিং মোড়ে একটি ইসরাইলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তির মাথায় গুরুতর আঘাত লাগে বলে চিকিৎসা সূত্র জানিয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। এ সময় আহত হয়েছে অন্তত ১ লাখ ৭১ হাজার ৩০০ জন এবং গাজার বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। এসব হামলায় এখন পর্যন্ত আরও ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ৩১৩ জন আহত হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন