ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে হোয়াইট হাউজের পরিকল্পনার কারণে যুক্তরাষ্ট্রের সমর্থন হারানোর ঝুঁকিতে রয়েছে কিয়েভ। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি একথা বলেন। খবর বিবিসির।
তিনি বলেন, এই শান্তি পরিকল্পনা ইস্যুতে ইউক্রেনকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে: হয় মর্যাদা হারানো অথবা একজন গুরুত্বপূর্ণ অংশীদার হারানোর ঝুঁকি।
তিনি আরো বলেন, ‘আজ আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিন দিনগুলোর মধ্যে একটি’।
বহুল প্রচারিত মার্কিন শান্তি পরিকল্পনায় এমন প্রস্তাব রয়েছে-যা কিয়েভ আগে বাতিল করে দিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী বর্তমানে তাদের নিয়ন্ত্রণাধীন পূর্বাঞ্চল ছেড়ে দিতে হবে, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে ছোট করতে হবে এবং ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দিতে হবে।
পরিকল্পনাটি রাশিয়ার পক্ষে যেতে পারে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পরিকল্পনাটি শান্তি প্রতিষ্ঠার ‘ভিত্তি’ হতে পারে।
শুক্রবার তার নিরাপত্তা মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে পুতিন বলেন, মস্কো পরিকল্পনাটি হাতে পেয়েছে। তিনি বলেন, রাশিয়া নমনীয়তা দেখাতে ইচ্ছুক, তবে লড়াই চালিয়ে যেতেও প্রস্তুত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে জেলেনস্কিকে পরিকল্পনাটি ‘পছন্দ করতে হবে’, অন্যথায় ইউক্রেন এবং রাশিয়ার লড়াই চলতে থাকবে।
ইউক্রেন যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত অস্ত্র সরবরাহের ওপর অত্যন্ত নির্ভরশীল। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণাঙ্গ আক্রমণ শুরু করে।
আরএ


হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে পাকিস্তান কী বলছে