আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন দিলো রুশ পার্লামেন্ট

আমার দেশ অনলাইন

ভারতের সঙ্গে সামরিক চুক্তি অনুমোদন দিলো রুশ পার্লামেন্ট
ফাইল ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ ভারত যাচ্ছেন। তার আগেই ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সামরিক চুক্তি অনুমোদন দিয়েছে রাশিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার চুক্তিটি পার্লামেন্টে অনুমোদন পায়। গত সপ্তাহে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের অনুমোদনের জন্য প্রস্তাবটি রাশিয়ার পার্লামেন্ট ডুমায় পাঠানো হয়েছিল। খবর এনডিটিভির।

পার্লামেন্টের স্পিকার ভিয়াচেস্লাভ ভোলোদিন পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন, ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কৌশলগত এবং বিস্তৃত। আমরা সেই সম্পর্কের মূল্য দেই। আজকের চুক্তির অনুমোদন পারস্পরিক সহযোগিতা এবং অবশ্যই আমাদের সম্পর্কের উন্নয়নের দিকে আরেকটি পদক্ষেপ।’

বিজ্ঞাপন

এই চুক্তি কেবল সেনা ও সরঞ্জাম পাঠানোই নয়, তা সরবরাহ ব্যবস্থাও নিয়ন্ত্রণ করবে। যৌথ মহড়া, প্রশিক্ষণ, মানবিক সহায়তা, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের পরে ত্রাণ প্রচেষ্টা এবং অন্যান্য ক্ষেত্রে সম্মতি অনুসারে কাজ করবে দুই দেশ।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন