গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটিতে আবাসিক ভবন, স্কুলগুল, আশ্রয়কেন্দ্র ও বাস্তুচ্যুতদের তাঁবুতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। খবর আল জাজিরার।
গাজা সিটি দখলে একযোগে বিমান ও স্থল অভিযান চালাচ্ছে ইসরাইল। এসব হামলায় শনিবার গাজা সিটিতে কমপক্ষে ৭৬ জন নিহত হয়েছেন। হামলা থেকে বাঁচতে এলাকা ছেড়ে অপেক্ষাকৃত ঘনবসতিপূর্ণ দক্ষিণ অঞ্চলে পালাচ্ছেন বাসিন্দারা।
শনিবার ভোরে গাজা সিটির বৃহত্তম হাসপাতাল আল-শিফার পরিচালক ডাঃ মোহাম্মদ আবু সালমিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এতে নিহত হন কমপক্ষে পাঁচজন। নিহতদের মধ্যে আবু সালমিয়ার ভাই, তার ভাবী এবং তাদের সন্তানরাও ছিলেন।
হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত আবু সালমিয়া বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমার ভাই এবং তার স্ত্রীর মৃতদেহ দেখে আমি হতবাক ও ভেঙে পড়েছিলাম।’
এই হামলার নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাইলি বাহিনী প্রায় এক হাজার ৭০০ স্বাস্থ্যকর্মীকে হত্যা করেছে এবং ৪০০ জনকে কারারুদ্ধ করেছে।
গাজা সিটিতে ইসরাইলি হামলা থেকে অন্য এলাকায় যাওয়ার সময়েও হামলার শিকার হচ্ছেন ফিলিস্তিনিরা। একটি ট্রাকে থাকা ফিলিস্তিনিদের ওপর হামলায় কমপক্ষে চারজন নিহত হয়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, আগস্ট মাস থেকে চার লাখ ৫০ হাজারের বেশি মানুষ গাজা সিটি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসরাইলের হামলার শুরুতে এখানে প্রায় ১০ লাখ মানুষ বাস করতেন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

