আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজা যুদ্ধ শুরুর পর থেকে ৫০ ইসরাইলি সেনার আত্মহত্যা

আমার দেশ অনলাইন
গাজা যুদ্ধ শুরুর পর থেকে ৫০ ইসরাইলি সেনার আত্মহত্যা
ছবি: টাইমস অব ইসরাইল

২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৫০ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। বুধবার ইসরাইলি সংবাদ মাধ্যম হারেৎজ এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামলা শুরুর পর থেকে সেনাবাহিনীতে আত্মহত্যার হার আশঙ্কাজনকভাবে বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ১৭ জন, ২০২৪ সালে ২৪ জন এবং ২০২৩ সালে ১৭ জন সেনা আত্মহত্যা করেছেন। যার মধ্যে গাজা যুদ্ধ শুরুর পরপরই আত্মহত্যা করেছেন সাতজন। সবমিলিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর কমপক্ষে ৫০ সেনা আত্মহননের পথ বেছে নিয়েছেন।

বিজ্ঞাপন

সংবাদ মাধ্যমটি সেনাদের আত্মহত্যার পেছনে ইসরাইলি সেনাবাহিনীর মানসিক স্বাস্থ্য সেবায় ভয়াবহ ঘাটতির কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে মনোরোগ চিকিৎসক, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং সমাজকর্মীদের সংকট এতটাই প্রকট যে, যুদ্ধক্ষেত্র থেকে ফেরা বহু সেনা বা দায়িত্বরত সদস্য সময়মতো চিকিৎসা পাচ্ছেন না।

যেসব ইউনিট ‘নিহত সেনাদের মরদেহ শনাক্তে’ কাজ করে, সেখানকার সদস্যদের মধ্যে মানসিক ট্রমা এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার অনেক বেশি। সেনাবাহিনীর তথ্যমতে, প্রতি মাসেই শত শত মানসিকভাবে বিপর্যস্ত সেনাকে পুনর্বাসন শাখায় ভর্তি করাতে হচ্ছে।

ইসরাইলি সামরিক বাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৮৯৮ জন ইসরাইলি সেনা নিহত এবং ছয় হাজার ১৩৪ জন আহত হয়েছেন। তবে দেশটির অভ্যন্তরীণ মহলে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকৃত ক্ষয়ক্ষতি গোপনের অভিযোগ রয়েছে। অনেক পরিবার দাবি করছে, নিহত সেনার প্রকৃত সংখ্যা আরও বেশি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন