ফিলিস্তিনিদের জন্য মানবিক প্রচেষ্টা এবং গাজা থেকে রোগীদের বিদেশে নেয়ার ক্ষেত্রে তুরস্কের ভূমিকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ পুরস্কার পেয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। বুধবার আঙ্কারায় ডব্লিউএইচওর ইউরোপের আঞ্চলিক পরিচালক হান্স ক্লুগে এই পুরস্কার প্রদান করেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
অনুষ্ঠানে দেয়া বক্তব্যে, এরদোয়ান গত দুই বছরে গাজায় হাসপাতাল ধ্বংস এবং রোগী, স্বাস্থ্যকর্মী ও শিশুদের হত্যার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সমালোচনা করেন।
তিনি বলেন, ‘গাজার হাসপাতালগুলোতে বোমা হামলা এবং রোগী, স্বাস্থ্যকর্মী, শিশু এমনকি ইনকিউবেটারে থাকা নিষ্পাপ শিশুদের হত্যার বাস্তবতা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরানো অবশ্যই সহজ হবে না।’
এরদোয়ান আরো বলেন, যেদিন বিশ্ব মানবতা একটি জীবন বাঁচানোর সম্মিলিত আনন্দ ভাগ করে নেবে এবং প্রতিটি নবজাতকের নিরাপদ আগমনকে তার নিজস্ব আনন্দ হিসেবে উদযাপন করবে, সেদিন পৃথিবী স্বর্গে পরিণত হবে।
তিনি বলেন, তুরস্ক ঠিক এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। এরদোগান বলেন, গত ২৩ বছরে তুরস্ক তার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে এবং জনসাধারণের সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে।
তিনি জানা, তুরস্কে এখন ১ দশমিক ৪৭ মিলিয়নেরও বেশি স্বাস্থ্যকর্মীর সহায়তায় ৮৬ মিলিয়ন মানুষকে প্রথম শ্রেণীর স্বাস্থ্যসেবা দেয়া হয়।
আরএ


হংকংয়ে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ ২৭৯