আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হামাসের প্রধান আলোচকের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের পরিকল্পনা

আমার দেশ অনলাইন

হামাসের প্রধান আলোচকের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের পরিকল্পনা
ছবি: সংগৃহীত

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরই হামাসের প্রধান আলোচক খলিল আল-হায়ার সঙ্গে দেখা করার পরিকল্পনা করছেন। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৈঠকের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

সূত্রের বরাত দিয়েনিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, পরিকল্পনা পরিবর্তনও হতে পারে।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে প্রমাণ হবে উইটকফ সমালোচনায় প্রভাবিত হননা। সমালোচকদের মতে, হামাসের সঙ্গে মার্কিন সম্পৃক্ততা সংগঠনটিকে অযৌক্তিক বৈধতা প্রদান করে।

প্রতিবেদনে বলা হয়, উইটকফ ও আল-হায়ার মধ্যে সরাসরি সাক্ষাৎ হামাসের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সরাসরি যোগাযোগ রক্ষার আগ্রহের ইঙ্গিত দেয়।

হোয়াইট হাউজ বা হামাস কেউই এ বিষয়ে প্রশ্নের কোনো জবাব দেয়নি।

তবে উইটকফ ও আল হায়ার মধ্যে এটাই প্রথম বৈঠক হবে না। অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের আগে তাদের প্রথম দেখা হয়।

ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উইটকফই প্রথম হামাসের সঙ্গে দেখা করেছেন, তা নয়।

জিম্মি মুক্তির জন্য মার্কিন দূত অ্যাডাম বোহলার মার্চ মাসে কাতারে হামাস কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছিলেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন