আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বড়দিনের শুভেচ্ছায় প্রতিপক্ষদের ট্রাম্পের গালাগাল

আমার দেশ অনলাইন

বড়দিনের শুভেচ্ছায় প্রতিপক্ষদের ট্রাম্পের গালাগাল

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও পবিত্র উৎসব বড়দিন উদযাপিত হচ্ছে বৃহস্পতিবার । প্রথা অনুযায়ী, বিশ্বনেতারা এই দিনে খ্রিস্টান সম্প্রদায়ের উদ্দেশে শুভেচ্ছা জানান। তবে এবারের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড়দিনের বার্তা ছিলো অন্যদের থেকে কিছুটা ভিন্ন রকম।

বিজ্ঞাপন

ফ্লোরিডার মার-আ-লাগোতে অবস্থানকালে ট্রাম্প নোরাডের সান্টা ট্র্যাকার কলেও অংশ নেন এবং বিশ্বজুড়ে মোতায়েন মার্কিন সেনাদের বড়দিনের শুভেচ্ছা জানান। তবে নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে পোস্ট করে তিনি ডেমোক্র্যাটিক পার্টির সদস্যদের ‘কট্টর বামপন্থি আবর্জনা’ আখ্যা দিয়েছেন। ট্রাম্প বলেন, “তাদেরকেসহ সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, যদিও তারা আমাদের দেশকে ধ্বংস করার জন্য যা সম্ভব, সব করছে।”

ট্রাম্প তাঁর পোস্টে দেশের সাম্প্রতিক অর্থনৈতিক অর্জন তুলে ধরেছেন। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রের জিডিপি ৪.৩ শতাংশ বেড়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। তিনি উল্লেখ করেছেন, মূল্যস্ফীতি নেই, পুঁজিবাজার ও অবসর সংক্রান্ত অ্যাকাউন্টে নতুন রেকর্ড হয়েছে, অপরাধের মাত্রা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন।

ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সমালোচনা চালাচ্ছে। বড়দিনের আগের সপ্তাহে তারা অভিযোগ করেছেন, বিচার বিভাগ ট্রাম্পের এক কালের বন্ধু জেফরি এপস্টাইনের যৌন অপরাধ সংক্রান্ত তদন্তের রেকর্ড ধীরে প্রকাশ করছে এবং কিছু রেকর্ড মুছে ফেলা হয়েছে।

এছাড়া ট্রাম্প ক্যারিবীয় সমুদ্রে ভেনেজুয়েলার বিরুদ্ধে অভিযানে থাকা সেনাদেরও আলাদা শুভেচ্ছা জানিয়েছেন। বিশ্বের অন্যান্য দেশে মোতায়েন থাকা মার্কিন সেনাদের উদ্দেশেও তিনি বার্তা পাঠিয়েছেন।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন