আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের মাছ ধরার নৌকা জব্দ করল ভারত, আটক ৯

আমার দেশ অনলাইন

পাকিস্তানের মাছ ধরার নৌকা জব্দ করল ভারত, আটক ৯
ছবি: সংগৃহীত

গুজরাট ডিফেন্স পিআরও উইং কমান্ডার অভিষেক কুমার তিওয়ারি সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে বলেন, ‘উপকূল রক্ষী বাহিনীর একটি জাহাজ আরব সাগরে টহল দিচ্ছিল। সেই সময়ে ভারতের জলসীমার মধ্যে একটি পাকিস্তানি নৌকা দেখতে পান উপকূল রক্ষীরা । থামতে বললে দ্রুত পাকিস্তানের জলসীমার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে নৌকাটি।’

গুজরাট ডিফেন্স পিআরও উইং কমান্ডার অভিষেক কুমার তিওয়ারি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘উপকূল রক্ষীবাহিনীর একটি জাহাজ আরব সাগরে টহল দিচ্ছিল। সেই সময় ভারতের জলসীমার মধ্যে একটি পাকিস্তানি নৌকা দেখতে পায় তারা । থামতে বললে দ্রুত পাকিস্তানের জলসীমার মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করে নৌকাটি।’

বিজ্ঞাপন

তিনি আরো জানান, ‘উপকূল রক্ষীবাহিনী নৌকাটি আটক করে নিয়ে আসে। নৌকায় থাকা নয়জনকে আটক করা হয়েছে।’ তাদেরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...