দ্বিরাষ্ট্র সমাধানের আশায় বিশ্বনেতাদের সম্মেলন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯: ২১
ছবি: টাইমস অব ইসরাইল

ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আশায় আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন বিশ্বনেতারা। গতকাল সোমবার এ বিষয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে চলে আসা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের আগ্রাসন বন্ধে যৌথভাবে ফ্রান্স ও সৌদি আরব এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের আগেই বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

সম্মেলন শেষে আরো কিছু দেশ এই পথে পা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সম্মেলন ফিলিস্তিনিদের মনোবল বৃদ্ধি করলেও বাস্তব পরিস্থিতি পরিবর্তনে কোনো ভূমিকা রাখতে পারবে বলে মনে হয় না। কেননা, ইসরাইলের উগ্র ডানপন্থি সরকার জানিয়েছে, ফিলিস্তিন বলতে কোনো রাষ্ট্র থাকবে না। ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সহিংসতা বৃদ্ধির কারণে কয়েক দশক ধরে এই দ্বিরাষ্ট্রীয় সমাধান তৈরির প্রচেষ্টার কোনো অগ্রগতি হয়নি।

বিজ্ঞাপন

জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইসরাইল ও আমেরিকা শীর্ষ সম্মেলন বয়কট করবে। এই সম্মেলন একটি ‘সার্কাস’। রোববার ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সসহ আরো পাঁচটি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে আশা করা হচ্ছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

আমার দেশ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত