আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চীনে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২

আতিকুর রহমান নগরী

চীনে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১২
১ ডিসেম্বর, ২০২৫ সালে চীনের হংকংয়ের তাই পোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে বাঁশের ভারা ধ্বংসাবশেষের পাশে জড়ো হচ্ছে দমকলকর্মীরা। (ফাইল ছবি: রয়টার্স)

দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শানতোউ শহরে এক আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া বুধবার এ খবর জানিয়েছে।

বিজ্ঞাপন

ঘটনাটি মঙ্গলবার রাত প্রায় ৯টা ২০ মিনিটে চার তলা ওই আবাসিক ভবনে ঘটে। দমকলকর্মীরা প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনের সঠিক কারণ এখনও জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ঘটনায় তদন্ত শুরু করেছে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, এই দুর্ঘটনার প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা এবং আগুন নিয়ন্ত্রণের বিষয় নিয়ে পুনরায় উদ্বেগ তৈরি হয়েছে।

গত মাসে প্রতিবেশী হংকংয়ে এক ভয়াবহ আগুনে একাধিক বহুতল ভবন পুড়ে গিয়ে ১৬০ জনের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই এই ধরনের দুর্ঘটনা নিয়ে স্থানীয় জনগণ ও কর্তৃপক্ষের মধ্যে সতর্কতা বৃদ্ধি পেয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন