মার্কিন ডলারের বিপরীতে ইরানের মুদ্রা রিয়ালের মান আরও তলানিতে নেমেছে। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির মুদ্রা ইতিহাসে সর্বোচ্চ দরপতনের রেকর্ড হয়েছে। এদিন মুক্ত বাজারে এক মার্কিন ডলারের বিনিময়ে পাওয়া গেছে ১৬ লাখ ২০ হাজার ৫০০ ইরানি রিয়াল।
মুদ্রাসংক্রান্ত ওয়েবসাইট বোনবাস্ট জানিয়েছে, আগের দিন এক ডলারের বিপরীতে রিয়ালের দর ছিল প্রায় ১৫ লাখ। অর্থাৎ মাত্র এক দিনের ব্যবধানে ডলারের তুলনায় ইরানি মুদ্রার অবমূল্যায়ন হয়েছে প্রায় দেড় লাখ রিয়াল। মুদ্রাবিষয়ক ওয়েবসাইট বোনবাস্ট এ তথ্য জানিয়েছে।
গত মাসের শেষ দিক থেকে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতির জেরে গত ৭ জানুয়ারি দেশটির সরকার ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়। বোনবাস্ট জানায়, ইন্টারনেট বন্ধ থাকায় ইস্তাম্বুল, বাগদাদ ও আফগান সীমান্তসহ আঞ্চলিক বাজারগুলোতে রিয়ালের প্রকৃত বিনিময় হার সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের একটি বিশাল নৌবহর ইরানের দিকে অগ্রসর হচ্ছে। এই ঘোষণার পর দেশটির বাজারে অস্থিরতা আরও বেড়ে যায়। বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে নৌ অবরোধ আরোপ করতে পারে। পাশাপাশি ইরানের তেল ও গ্যাস স্থাপনায় সম্ভাব্য হামলার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
চলমান রাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক সংকট এবং আন্তর্জাতিক চাপের ফলে ইরানি রিয়ালের ওপর চাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

