পাকিস্তানের বেলুচিস্তানে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীদের আলাদা হামলায় কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় নিহত হয় ৩৭ সন্ত্রাসী । সূত্রের বরাত দিয়ে শনিবার জিও নিউজের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
১২টি স্থানে আলাদা আলাদা হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা বাহিনী এখনো বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বলেছে, ভারতের মদতপুষ্ট ‘ফিতনা আল হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্যরা বেলুচিস্তানজুড়ে ১২টি স্থানে হামলা চালিয়েছে। তিনি বলেন, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে তাদের সব হামলাই ব্যর্থ করে দেওয়া হয়েছে।
সন্ত্রাসীদের ব্যর্থ করে দেওয়ায় নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। তিনি বলেন, “সন্ত্রাসীদের অশুভ উদ্দেশ্য ব্যর্থ করে দেওয়া সাহসী সন্তানদের আমি সালাম জানাই।”
দেশের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তানে দুটি পৃথক অভিযানে ৪১ জন ভারত-সমর্থিত সন্ত্রাসী নিহত হওয়ার এক দিন পর এ ঘটনা ঘটল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) শুক্রবার জানায়, ২৯ জানুয়ারি হার্নাই জেলার উপকণ্ঠে এই অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে ভারত সমর্থিত ৩০ সন্ত্রাসী নিহত নিহত হয়। এছাড়া পাঞ্জগুর জেলায় নিহত হয় আরো ১১ জন।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় ইসরাইলি হামলায় নিহত ১২