আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিশ্বের কাছে ভাবমূর্তি ঠিক করতে বাজেট বাড়াল ইসরাইল

আমার দেশ অনলাইন
বিশ্বের কাছে ভাবমূর্তি ঠিক করতে বাজেট বাড়াল ইসরাইল
ছবি : সংগৃহীত

বিশ্ববাসীর কাছে নিজেদের ভাবমূর্তি ঠিক করতে আগামী অর্থবছরে পাঁচগুণ বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল। এই খাতে ৭২ কোটি ৯০ লাখ ডলার বরাদ্দ রাখা হবে। গত বছর এই খাতে বরাদ্দ ছিল ১৫ কোটি ডলার। দেশটির মন্ত্রিসভায় এরই মধ্যে এ সংক্রান্ত বিল পাস হয়েছে।

গাজায় গত দুই বছরের বেশি সময় ধরে প্রাণঘাতী আগ্রাসন চালাচ্ছে ইসরাইল। এ সময়ের মধ্যে দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এসব কারণে দেশটির ভাবমূর্তি একদম তলানিতে পৌঁছেছে। আর সেই ভাবমূর্তি পুনরুদ্ধারে এই বাজেট বাড়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

গত রোববার রাজধানী জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সার। তিনি প্রচার-প্রপাগান্ডা খাতকে ‘পাবলিক ডিপ্লোম্যাসি খাত’ উল্লেখ করেন।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২০২৬-২৭ অর্থবছরে এ খাতে ২৩৫ কোটি শেকেল (৭২ কোটি ৯০ লাখ ডলার) বরাদ্দ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। ইতোমধ্যে ১০০ কোটি শেকেল এ খাতে বরাদ্দ করা হয়েছে এবং আগামী মার্চের মধ্যে বাকি অর্থ বরাদ্দ করা হবে।

তিনি বলেন, জনসচেতনতা ও বিশ্বব্যাপী ইসরাইলের ভাবমূর্তি ঠিক রাখতে এই খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে।

এই পদক্ষেপকে একটি ‘গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যখন তৃতীয় কোনো দেশে জনমত ইসরাইলবিরোধী অবস্থানের দিকে ঝুঁকে পড়ে, তখন এটি সরকারি কর্মকাণ্ডের ওপর তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে।’ সূত্র : আরটি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন