যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষরের কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের জ্বালানি শক্তি রপ্তানি বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ বৃদ্ধি পাবে বলেও জানান ট্রাম্প।
চুক্তি নিয়ে নিজের আশাবাদ পুনর্ব্যক্ত করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা চুক্তির কাছাকাছি চলে এসেছি।
ওভাল অফিসে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোরের শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে একটি ন্যায্য চুক্তি করতে যাচ্ছি, যা অতীতের চেয়ে অনেক ভিন্ন।
ট্রাম্পের নতুন শুল্কনীতি, বাণিজ্যচুক্তি ও কর্মী ভিসার জন্য বার্ষিক ফি বৃদ্ধি করাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। সম্প্রতি ট্রাম্প ভারতের ওপর চাপ বাড়িয়েছেন, যেটাকে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকরা কয়েক দশক ধরে চীনের পাল্টা হিসেবে মনে করেন।
রাশিয়া থেকে তেল কেনার শাস্তিস্বরূপ প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের ওপর সম্প্রতি বিশ্বের সবচেয়ে ভারী শুল্কগুলোর একটি আরোপ করেন। তার মতে, রাশিয়ার কাছ থেকে তেল কেনা মানে ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিক সহায়তা করা।

