আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লিবিয়ায় সেনা প্রধানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

আমার দেশ অনলাইন

লিবিয়ায় সেনা প্রধানের মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক

লিবিয়ার সেনা প্রধান মোহাম্মদ আল-হাদ্দাদ ও চারজন সিনিয়র সামরিক কর্মকর্তার তুরস্কে বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার লিবিয়ার জাতীয় ঐক্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের পরিবার এবং লিবিয়ান সেনাবাহিনীর সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। শোককালীন তিন দিনের মধ্যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি অনুষ্ঠান ও উৎসব স্থগিত থাকবে।

প্রেসিডেন্সি কাউন্সিলের প্রধান মোহাম্মদ মেনফি নিহত সেনা কর্মকর্তাদের মৃত্যুকে “লিবিয়ার সামরিক প্রতিষ্ঠানের এবং সমগ্র জাতির জন্য একটি বড় ক্ষতি” হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, “লিবিয়া তার দেশকে সেবা দেওয়া জাতীয় সামরিক নেতাদের হারিয়েছে, যারা সর্বোচ্চ নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সবকিছুর উপরে রেখেছেন।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন