পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে একথা জানায়। খবর এক্সেপ্রেস ট্রিবিউনের।
বিবৃতিতে বলা হয়, ২৪ নভেম্বর ভারতের ভারতের মদদপুষ্ট ফিতনা আল-খারেজির উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী বান্নু জেলায় অভিযান চালায়। তীব্র গুলি বিনিময়ে ২২ সন্ত্রাসী নিহত হয়।
খাইবার-পাখতুনখোয়া থেকে ফিতনা আল-খারেজিকে নির্মূল করতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অভিযান জোরদার করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পূর্ণ গতিতে অব্যাহত থাকবে।’
পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হয়। ওই হামলায় তিন সেনা নিহত এবং সাতজন বেসামরিক নাগরিকসহ ১১ জন আহত হন।
এদিকে, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বান্নুতে খারেজিদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ভারত-সমর্থিত খারেজিদের নির্মূল করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।’
আর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আমরা দেশকে সকল ধরণের সন্ত্রাসবাদ থেকে মুক্ত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’
আরএ

