আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরান নিয়ে উত্তেজনা

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

আমার দেশ অনলাইন

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনা ও ইরানের বিরুদ্ধে হামলার সম্ভাবনার মধ্যে উন্নত সামরিক প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইলি বন্দর শহর আইলাতের দক্ষিণে আকাবা উপসাগরে নোঙরের প্রস্তুতি নিচ্ছে একটি মার্কিন সামরিক জাহাজ । বৃহস্পতিবার ইসরাইলের রাষ্ট্রীয় টেলিভিশন কেএএন একথা জানায়। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে কেএএন জানায়, ‘এই পদক্ষেপ মার্কিন-ইসরাইল সামরিক ও নিরাপত্তা সমন্বয়ের অংশ। এর মধ্যে রয়েছে নৌবাহিনী মোতায়েন এবং প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক প্রস্তুতি বৃদ্ধি করা।’

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা সংস্থা যুক্তরাষ্ট্রের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ আগামী সময়ে ইরানের সঙ্গে সম্পর্কিত সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হতে পারে। পরিস্থিতি আরো খারাপ হলে আঞ্চলিক প্রতিক্রিয়া সম্পর্কেও উদ্বেগ রয়েছে।

ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপের বিষয়ে ইসরাইলি নিরাপত্তা সংস্থাগুলো তাদের প্রস্তুতির বাড়াচ্ছে।

সম্প্রচারক জানায়, বৃহস্পতিবার ইসরাইলি সামরিক বাহিনীর সাপ্তাহিক নিরাপত্তা পর্যালোচনার সময় ইরান ইস্যুটি নিয়ে আলোচনা করা হয়।

এদিকে, ইরান নিয়ে আলোচনার জন্য এ সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করছেন ইসরাইল ও সৌদি আরবের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা।

দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইসরাইলের সামরিক গোয়েন্দাপ্রধান জেনারেল শ্লোমি বাইন্ডার মঙ্গলবার ও বুধবার পেন্টাগন, সিআইএ ও হোয়াইট হাউসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।

অন্যদিকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান বৃহস্পতিবার ও শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের ওপর জোর দেবেন বলে আশা করা হচ্ছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন