আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ই-সিগারেট নিষিদ্ধ করলো মেক্সিকো

আমার দেশ অনলাইন
ই-সিগারেট নিষিদ্ধ করলো মেক্সিকো

মেক্সিকোর কংগ্রেস বুধবার ই-সিগারেট ও অনুরূপ ডিভাইস বিক্রির জন্য সর্বোচ্চ আট বছর কারাদণ্ডের বিধান রেখে একটি কঠোর বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এর ফলে মেক্সিকো এখন ভেপিং-সম্পর্কিত অপরাধে ফৌজদারি শাস্তি আরোপকারী অল্প কয়েকটি দেশের দলে যোগ দিচ্ছে।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউমের শাসক দল মোরেনার আইনপ্রণেতারা যুক্তি দেন, এই আইন তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় সহায়ক হবে এবং এ ধরনের ডিভাইসকে “নিরাপদ” হিসেবে প্রচারের যে আইনি ফাঁক ছিল তা বন্ধ করবে।

বিলের বিরোধীরা বলেন, অস্পষ্টতার কারণে এটি আইন প্রয়োগকারী সংস্থার অপব্যবহারের ঝুঁকি তৈরি করতে পারে।

সেনেট সভাপতি লাউরা ইতজেল কাস্তিয়ো জানান, এই সংস্কারের মাধ্যমে “ইলেকট্রনিক সিগারেট ও অন্যান্য সমজাতীয় সিস্টেম বা ডিভাইস” সম্পূর্ণ নিষিদ্ধ হবে।

বুধবার সেনেটে ৬৭-৩৭ ভোটে বিলটি পাস হয়, একদিন আগে এটি নিম্নকক্ষে অনুমোদিত হয়েছিল। এখন এটি আইনে পরিণত হতে প্রেসিডেন্ট শেইনবাউমের স্বাক্ষরের অপেক্ষায়।

২০২৩ সালের জাতীয় ধূমপান জরিপ অনুযায়ী, মেক্সিকোয় মোট জনসংখ্যা প্রায় ১৩ কোটি ২০ লাখ—এর মধ্যে ২১ লাখ মানুষ ভেপ ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হয়েছিল।

সূত্র: এএফপি

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন