তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেয়া হতে পারে: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৪: ১৭
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইরানের রাজধানী তেহরানে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, শিগগিরই বৃষ্টি না হলে তেহরানের বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রয়োজন হতে পারে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বৃহস্পতিবার ইরানের সানন্দজ সফরকালে পেজেশকিয়ান বলেন, সরকার অর্থনৈতিক, পরিবেশগত এবং সামাজিক সংকটের মুখোমুখি হচ্ছে।

বিজ্ঞাপন

উচ্চ মূল্যস্ফীতির জন্য অভ্যন্তরীণ নীতিগত ব্যর্থতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন তিনি। ইরানি প্রেসিডেন্ট বলেন, সংকট কাটিয়ে ওঠার চেষ্টা হচ্ছে। তবে সীমিত আর্থিক সক্ষমতার কারণে প্রকল্পগুলো অসম্পূর্ণ রয়ে গেছে।

তীব্র খরা নিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ভয়াবহ প্রাকৃতিক চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

তিনি সতর্ক করে বলেন, ‘যদি বৃষ্টিপাত না হয়, তাহলে আগামী মাস থেকে আমাদের তেহরানে পানি সরবরাহ সীমিত করতে হবে। যদি খরা অব্যাহত থাকে, তাহলে আমাদের পানি ফুরিয়ে যাবে এবং শহর খালি করতে বাধ্য হতে হবে।’

প্রেসিডেন্ট তেহরানের পরিস্থিতিকে ‘উদ্বেগজনক’ বলে বর্ণনা করে পানি ও জ্বালানি সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পানি সংরক্ষণের জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

তেহরানের পানি সরবরাহ পাঁচটি প্রধান বাঁধ লার, মামলু, আমির কবির, তালেকান এবং লাতিয়ানের ওপর নির্ভরশীল, যার মধ্যে আমির কবির সবচেয়ে বড়। তবে, গত পাঁচ বছরে ইরানে বৃষ্টিপাতের হার অনেক কমে গেছে। এই বছর তেহরানে বৃষ্টিপাত মৌসুমী গড়ের প্রায় ৪০ শতাংশ কম।

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত