নিউইয়র্ক সিটিতে একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) ভোরে ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় এ ঘটনা ঘটে। বেশ কয়েকজন বন্দুকধারী হামলার সঙ্গে জড়িত বলে ছিলো বলে জানিয়েছে পুলিশ। খবর এবিসি নিউজের।
নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ সাংবাদিকদের জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ সিসি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ এবং প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য নিচ্ছে বলেও জানান তিনি।
তিনি জানান, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার কিছু আগে টেস্ট অব দ্য সিটি লাউঞ্জে চারজেনের বেশি হামলাকারী গুলি চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যায় দু’জন। আর হাসপাতালে নেওয়ার পর ১৯ বছর বয়সী একজনের মৃত্যু হয় বলে জানান জেসিকা টিশ।
৯১১ এ ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে অন্তত ৪২টি গুলির খোসা উদ্ধার করেছেন এবং কাছাকাছি একটি রাস্তায় একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন।
কমিশনার টিশ জানান, ‘আমরা এ বছরের সাত মাসে শহরে বন্দুক হামলা ও ভুক্তভোগীর সংখ্যা ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে দেখেছি। আজ যা ঘটল, তা নিঃসন্দেহে একটি ব্যতিক্রম। এটি একটি ভয়াবহ ঘটনা, তবে আমরা বিস্তারিত তদন্ত করে আসল কারণ বের করব।’
নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস হামলাকারীদের ধরতে জনসাধারণের সহায়তা চেয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আপনি যদি হামলার প্রত্যক্ষদর্শী হয়ে থাকেন, যদি আপনি এই গুলি চালানোর বিষয়ে কাউকে কথা বলতে শুনে থাকেন, যদি আপনি কাউকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেন, তাহলে প্রতিটি তথ্য অপরাধীদের ধরতে আমাদের সাহায্য করবে।’
আরএ

