আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরলেন রেজা পাহলভি

আমার দেশ অনলাইন

ইরানের ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরলেন রেজা পাহলভি
ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর ছেলে রেজা পাহলভি।

ইরানের ক্ষমতাচ্যুত সর্বশেষ শাহর ছেলে নির্বাসিত রেজা পাহলভি বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের পতনের পর একটি ভবিষ্যৎ ইরান পারমাণবিক সামরিক কর্মসূচি বন্ধ করবে, ইসরাইলকে স্বীকৃতি দেবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করা এক বার্তায় তিনি তার এই দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশের “বন্ধুদের” উদ্দেশে দেওয়া বার্তায় পাহলভি বলেন, বর্তমান শাসনব্যবস্থার অধীনে ইরানের বৈশ্বিক ভাবমূর্তি “সন্ত্রাসবাদ, চরমপন্থা ও দারিদ্র্য”-এর মাধ্যমে গড়ে উঠেছে। মুক্ত ইরান অঞ্চলটির স্থিতিশীলতায় ভূমিকা রাখবে এবং দায়িত্বশীল বৈশ্বিক অংশীদার হিসেবে কাজ করবে বলে তিনি মন্তব্য করেন।

নিরাপত্তা ও পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, “ইরানের পারমাণবিক সামরিক কর্মসূচির অবসান ঘটানো হবে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হবে। একটি মুক্ত ইরান আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সঙ্গে মিলে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ, মাদক পাচার এবং চরমপন্থী ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।”

অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরে পাহলভি বলেন, ভবিষ্যৎ ইরান বাণিজ্য, বিনিয়োগ ও উদ্ভাবনের জন্য নিজেকে উন্মুক্ত করবে। তিনি দেশটিকে বিশ্বের অন্যতম বৃহৎ অব্যবহৃত বাজার হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, ইরান একটি নির্ভরযোগ্য বৈশ্বিক জ্বালানি সরবরাহকারী হওয়ার চেষ্টা করবে এবং স্বচ্ছতা ও সুশাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড গ্রহণ করবে।

শেষে তিনি ইরানি জনগণের প্রতি আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে বলেন, “একটি মুক্ত ইরান শান্তি, সমৃদ্ধি এবং অংশীদারত্বের শক্তি হয়ে উঠবে।”

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন