আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান

আমার দেশ অনলাইন

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্য ও ফ্রান্সসহ ২৮ দেশের আহ্বান
ছবি: সিএনএন

গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে ২৮টি দেশ। এসব দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ডসহ বিভিন্ন ইউরোপীয় দেশ। দেশগুলোর পক্ষে তাদের পররাষ্ট্রমন্ত্রীরা বিবৃতিতে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে একথা জানিয়েছে।

তবে আল জাজিরাসহ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিবৃতিতে স্বাক্ষরকারী দেশের সংখ্যা ২৫ বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এক যৌথ বিবৃতিতে এসব দেশ বলছে, গাজা যুদ্ধ অবশ্যই এই ‍মুহূর্তে বন্ধ করতে হবে। সেইসঙ্গে এসব ত্রাণকেন্দ্র থেকে সাহায্যের জন্য আসা বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যাকাণ্ডের জন্য ইসরাইলের প্রতি নিন্দা জানায় এসব দেশ।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, গাজার বেসামরিক নাগরিকদের দুর্ভোগ নতুন মাত্রায় পৌঁছেছে। ইসরাইলি সরকারের সাহায্য বিতরণ কেন্দ্রকে বিপজ্জনক হিসেবে বর্ণনা করে এগুলো অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে এবং এতে গাজাবাসী মানবিক মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছে বলে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, ‘শিশুসহ বেসামরিক নাগরিকদের অমানবিক হত্যার নিন্দা জানাই। এসব মানুষ শুধু পানি ও খাবারের মতো ন্যূনতম প্রয়োজন মেটাতে চেয়েছিল। ৮০০ জনের বেশি ফিলিস্তিনি সাহায্য চাইতে গিয়ে নিহত হয়েছেন, এটা ভয়াবহ।’

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি প্রত্যাখ্যান করে বলেছে, এটি ‘বাস্তবতা থেকে বর্জিদ এবং হামাসকে ভুল বার্তা পাঠাচ্ছে।’

গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে সপ্তাহান্তে খাবারের জন্য অপেক্ষা করার সময় ইসরাইলের গুলিতে ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং অপুষ্টির কারণে মারা গেছে আরো ১৯ জন।

গাজায় প্রায় গত ২১ মাস ধরে নারকীয় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইল। যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির ২০ লাখের বেশি বাসিন্দার মানবিক পরিস্থিতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এমন এক সময়ে গতকাল সোমবার ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত দেশগুলো এই যৌথ বিবৃতি দিল।

জাতিসংঘ ও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দুই মাসেরও বেশি সময় ধরে গাজাকে সম্পূর্ণ অবরোধ রাখার পরে গত মে মাসের শেষের দিক থেকে ইসরায়েল তা শিথিল করে। এরপর ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ৮৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ইসরাইল সরকার বেসামরিক জনগণকে প্রয়োজনীয় মানবিক সহায়তা না দিয়ে যা করছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইসরাইলকে অবশ্যই আন্তর্জাতিক মানবিক আইনের বাধ্যবাধকতা মেনে চলতে হবে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...