
আমার দেশ অনলাইন

দখলদার ইসরাইলি বাহিনীর গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞের পর পুনর্গঠন শুরু করতে প্রায় ৫২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিসের পরিচালক জর্জ মোরেরা দা সিলভা।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, গাজার ৮০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এবং পুনর্গঠণের প্রথম ধাপ হবে ধ্বংসাবশেষ অপসারণ।
এদিকে, বুধবার গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত ইসরাইল গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে ২৩০টিরও বেশি বিমান ও কামান হামলা চালায়। এসব হামলায় ১১৮ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শুধুমাত্র গাজা শহরেই প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

দখলদার ইসরাইলি বাহিনীর গাজা উপত্যকার ব্যাপক ধ্বংসযজ্ঞের পর পুনর্গঠন শুরু করতে প্রায় ৫২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছেন জাতিসংঘের প্রকল্প পরিষেবা অফিসের পরিচালক জর্জ মোরেরা দা সিলভা।
বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গতকাল এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, গাজার ৮০ শতাংশ অবকাঠামো সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, এবং পুনর্গঠণের প্রথম ধাপ হবে ধ্বংসাবশেষ অপসারণ।
এদিকে, বুধবার গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মি মুক্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনার প্রথম পর্যায় বাস্তবায়নে রাজি হয়েছে ইসরাইল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল।
গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ৪ অক্টোবর থেকে ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত ইসরাইল গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে ২৩০টিরও বেশি বিমান ও কামান হামলা চালায়। এসব হামলায় ১১৮ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছে, নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৭২ জন শুধুমাত্র গাজা শহরেই প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসে শনিবার (১৫ শনিবার) ভারী বৃষ্টিপাতে ফিলিস্তিনিদের আশ্রয় শিবিরগুলো পানিতে ডুবে গেছে। আল-মাওয়াসি এলাকার বিভিন্ন স্থানে শরণার্থী শিবিরগুলোতে পানি ঢুকে পড়লে, আশ্রয়কেন্দ্রগুলোতে জরুরি ব্য়বস্থা নেয় গাজার সিভিল ডিফেন্স।
২ ঘণ্টা আগে
সপ্তাহের শুরুতে জাতীয় পরিষদে কোনো করম বিতর্ক ছাড়াই পাস হয় বিল তিনটি। এই সংশোধনের মাধ্যমে সামরিক নেতৃত্ব কাঠামোতে ব্যাপক রদবদলের পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়াও ফেডারেল সাংবিধানিক আদালত গঠনের ভিত্তি তৈরি হয়েছে এই বিলে, যা ইতোমধ্যে বিরোধীদের কাছে তীব্র সমালোচিত হয়েছে।
৩ ঘণ্টা আগে
ইসরাইলের শিন বেট (নিরাপত্তা সংস্থা) প্রধান ডেভিড জিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাড়তে থাকা অবৈধ বসতিবাসী সহিংসতা রোধে চরমপন্থী অবৈধ বসতিবাসীদের জন্য ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।
৪ ঘণ্টা আগে
গত ১৩ নভেম্বরে গ্রীসের এয়ার ফোর্স একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট মুছে দিয়েছে, যেখানে তাদের সি-১৩০ সামরিক পরিবহন বিমানগুলোর ছবি প্রদর্শিত হয়েছিল। পোস্টটি তুরস্কের সি-১৩০ বিমান দুর্ঘটনার দুই দিনের কম সময় পর প্রকাশিত হওয়ায় তাত্ক্ষণিক সমালোচনার মুখে পড়েছে। ওই দুর্ঘটনায় ২০ জন সৈন্য নিহত হন।
৫ ঘণ্টা আগে