আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশি ২ নাবিককে উদ্ধার করল সৌদি

আমার দেশ অনলাইন

বাংলাদেশি ২ নাবিককে উদ্ধার করল সৌদি
ছবি: সংগৃহীত

মক্কা অঞ্চলের আল লিথ প্রশাসনিক এলাকায় লোহিত সাগর থেকে দুই বাংলাদেশি নাবিককে উদ্ধার করেছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী। কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে জাহাজটি ভেঙে যাওয়ার ফলে দুইজন আটকা পড়ে যায়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে, নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করে তাদের তীরে নিয়ে যায়। খবর গালফ নিউজের।

এক বিবৃতিতে, সীমান্তরক্ষী বাহিনী সকল নাবিকদের সমুদ্রের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। যাত্রা শুরুর আগে জাহাজ বা নৌকা সমুদ্রে চলাচলের উপযোগী কি না তা নিশ্চিত করতে বলা হয়েছে বিবৃতিতে।

বিজ্ঞাপন

এছাড়াও সীমান্তরক্ষী বাহিনী জনসাধারণকে মক্কা, মদিনা এবং পূর্ব প্রদেশ অঞ্চলে ৯১১ এবং সৌদি আরবের অন্যান্য অংশে ৯৯৪ নম্বরে ফোন করে জরুরি অবস্থা সম্পর্কে জানানোর কথা বলা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...