ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি হওয়ায় জাপানের ফুকুশিমা দাইচি এবং ফুকুশিমা দাইনি পারমাণবিক কেন্দ্রের কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আজ বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি। খবর বিবিসির।
এরআগে ২০১১ সালে জাপানে ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির পর ফুকুশিমা দাইচি বিদ্যুৎ কেন্দ্রে পারমাণবিক বিপর্যয় ঘটেছিল।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি আরো জানিয়েছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে ভূমিকম্পে কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বা অস্বাভাবিকতার ঘটনা রেকর্ড করা হয়নি। তবে তারা সুনামির সতর্কতা পর্যবেক্ষণ চালিয়ে যাবে।
রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির পাশাপাশি জাপানেও সুনামি সর্তকতা জারি করা হয়েছে।
জাপানের সংবাদমাধ্যম এরইমধ্যে উত্তরাঞ্চলের হোক্কাইডো উপকূলে সুনামি আঘাত হানার খবর দিয়েছে। এ পরিস্থিতিতে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মীদের সরিয়ে নেওয়া হলো।
রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় স্থানীয় সময় আজ বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
ইউএসজিএস শুরুতে বলেছিল, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৮। পরে তা সংশোধন করে ৮ দশমিক ৭ করা হয়। তারা আবার সংশোধন করে ৮ দশমিক ৮ করে।
সংস্থাটি বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১৩৬ কিলোমিটার বা প্রায় ৮৫ মাইল পূর্বে, প্রশান্ত মহাসাগরের তলদেশে।
জাপানের আবহাওয়া দপ্তর জানায়, দেশের বিস্তীর্ণ উপকূলে সর্বোচ্চ এক মিটার উচ্চতায় সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। বিপজ্জনক উচ্চতায় সুনামির ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে আমেরিকার ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টারও।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতকর্তা জারি