ইতিহাস গড়তে যাচ্ছেন বিলিয়নিয়ার জেফ বেজোসের প্রতিষ্ঠিত মহাকাশ সংস্থা ব্লু অরিজিন। প্রথমবারের মতো একজন হুইলচেয়ার ব্যবহারকারী নারীকে মহাকাশে পাঠাতে যাচ্ছে তারা। সেই নারীর নাম মিকেলা বেনথাউস; পেশায় তিনি একজন মহাকাশযান ও মেকাটনিক্স প্রকৌশলী। নিউ শেপার্ড রকেটে করে আগামী এনএন-৩৭ মিশনে করে আরো পাঁচ সদস্যের সঙ্গে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তিনি।
সাবঅরবিটাল ফ্লাইটটি ক্রুদের নিয়ে কারমান লাইন অতিক্রম করবে, যা পৃথিবী থেকে ৬২ মাইল ওপরে অবস্থিত। এটি আন্তর্জাতিকভাবে মহাকাশের সীমানা হিসেবে স্বীকৃত।
২০১৮ সালে পাহাড়ে মোটরসাইকেল চালাতে গিয়ে এক দুর্ঘটনায় পায়ে মারাত্মক আঘাত পেয়েছিলেন মিকেলা বেনথাউস। এরপর পঙ্গুত্ব বরণ করতে হয় তাকে। তখন থেকে হুইলচেয়ার ব্যবহার করতেন তিনি। মিকেলার সঙ্গে ফ্লাইটে যোগ দেবেন ইঞ্জিনিয়ার হ্যান্স কোয়েনিগসম্যান, উদ্যোক্তা নীল মিলচ, বিনিয়োগকারী জোয়ি হাইড এবং অ্যাডোনিস পোরোলিস এবং ‘স্পেস নার্ড’ জেসন স্ট্যানসেল।
দলটি কোনো মহাকাশ স্টেশনে অবস্থান করবে না। ১০-১২ মিনিটের ফ্লাইটের সময় দলটি পৃথিবীতে ফিরে আসার আগে কয়েক মিনিটের মাইক্রোগ্রাভিটি অনুভব করবে। ব্লু অরিজিনের ১৬তম মানব মহাকাশযান হিসেবে চিহ্নিত হবে। এখন পর্যন্ত কোম্পানিটি কারমান লাইনের পাশ দিয়ে ৮৬ জনকে ভ্রমণ করিয়েছে, যার মধ্যে ৮০ জন প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


গাজায় চিকিৎসার অপেক্ষায় থাকা এক হাজারের বেশি রোগীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জলদস্যুতার’ অভিযোগ ভেনেজুয়েলার