
আমার দেশ অনলাইন

শান্তি আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খবর দ্য স্টেটস টাইমসের।
তিনি আরো বলেন, ‘মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইসলামাবাদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগিতামূলক’ মনোভাবকে দায়ী করেছে তালেবান সরকার।
সংবাদ সম্মেলনে মুজাহিদ জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে কোনো সমস্যা নেই, এটি বহাল থাকবে।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে ইসলামাবাদ বা মধ্যস্থতাকারীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর কাতারে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য দুই পক্ষ ৬ নভেম্বর তুরস্কে বৈঠক করে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালায়।
তালেবান সরকার ধারাবাহিকভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসলামাবাদ আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকে নিশ্চিয়তা চাইছে, তারা যেন সশস্ত্র সংগঠনগুলো বিশেষ করে পাকিস্তানি তালেবানদকে (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সমর্থন দেয়া বন্ধ করে।
আরএ

শান্তি আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খবর দ্য স্টেটস টাইমসের।
তিনি আরো বলেন, ‘মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।’
আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইসলামাবাদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগিতামূলক’ মনোভাবকে দায়ী করেছে তালেবান সরকার।
সংবাদ সম্মেলনে মুজাহিদ জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে কোনো সমস্যা নেই, এটি বহাল থাকবে।’
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে ইসলামাবাদ বা মধ্যস্থতাকারীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর কাতারে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য দুই পক্ষ ৬ নভেম্বর তুরস্কে বৈঠক করে।
আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালায়।
তালেবান সরকার ধারাবাহিকভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসলামাবাদ আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকে নিশ্চিয়তা চাইছে, তারা যেন সশস্ত্র সংগঠনগুলো বিশেষ করে পাকিস্তানি তালেবানদকে (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সমর্থন দেয়া বন্ধ করে।
আরএ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বেপরোয়া গাড়ির ধাক্কায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১৩ জন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় শনিবার মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আরেকজন মারা যায় হাসপাতালে নেয়ার পর।
১৭ মিনিট আগে
কালমেগির তাণ্ডবের পর ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে সুপার টাইফুন ফাং ওং। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার রাতে টাইফুনটি আঘাত হানতে পারে। এরআগেই উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় টাইফুনের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে । এরইমধ্যে সরিয়ে নেয়া হয়েছে এক লাখের বেশি মানুষকে।
৪০ মিনিট আগে
হোয়াইট হাউজে ওভাল অফিসে এক অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ করে রাখা কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তার কর্মক্ষমতা ও স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রদূত পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে যাচ্ছে বলিভিয়া। শনিবার এক যৌথ ঘোষণায় এ তথ্য জানান বলিভিয়ার প্রেসিডেন্ট রদ্রিগো পাজ ও যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ।
২ ঘণ্টা আগে