আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যা বলছে আফগানিস্তান

আমার দেশ অনলাইন

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে যা বলছে আফগানিস্তান
ছবি: সংগৃহীত

শান্তি আলোচনা ব্যর্থ হলেও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি বহাল থাকবে বলে জানিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। শনিবার তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে একথা বলেন। খবর দ্য স্টেটস টাইমসের।

তিনি আরো বলেন, ‘মধ্যস্থতা করার জন্য আমরা বন্ধুপ্রতিম দেশ কাতার ও তুরস্ককে ধন্যবাদ জানাই। আমাদের আপাতত এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

বিজ্ঞাপন

আলোচনা ব্যর্থ হওয়ার জন্য ইসলামাবাদের ‘দায়িত্বজ্ঞানহীন এবং অসহযোগিতামূলক’ মনোভাবকে দায়ী করেছে তালেবান সরকার।

সংবাদ সম্মেলনে মুজাহিদ জোর দিয়ে বলেন, যুদ্ধবিরতি বহাল থাকবে। তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে পূর্বে সম্মত যুদ্ধবিরতিতে কোনো সমস্যা নেই, এটি বহাল থাকবে।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে ইসলামাবাদ বা মধ্যস্থতাকারীরা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে মারাত্মক সংঘর্ষের পর গত ১৯ অক্টোবর কাতারে যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য দুই পক্ষ ৬ নভেম্বর তুরস্কে বৈঠক করে।

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ২ হাজার ৬০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভূখণ্ড থেকে জঙ্গি গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালায়।

তালেবান সরকার ধারাবাহিকভাবে এই অভিযোগ অস্বীকার করে আসছে।

ইসলামাবাদ আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকে নিশ্চিয়তা চাইছে, তারা যেন সশস্ত্র সংগঠনগুলো বিশেষ করে পাকিস্তানি তালেবানদকে (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সমর্থন দেয়া বন্ধ করে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন