সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়নবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১৮টি মার্কেটিং ও বিক্রয় পেশায় সৌদি নাগরিকদের কর্মসংস্থানের অনুপাতের হার বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। সৌদি নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়। খবরগালফ নিউজের।
নতুন নিয়ম অনুযায়ী, তিন বা ততোধিক কর্মী নিয়োগকারী বেসরকারি খাতের কোম্পানিগুলোকে মার্কেটিং সম্পর্কিত কাজে ৬০ শতাংশ কর্মী নিজে দেশের নাগরিকদের মধ্যে থেকে নিতে হবে। এর মধ্যে রয়েছে বিপণন এবং বিজ্ঞাপন ব্যবস্থাপক, বিজ্ঞাপন বিশেষজ্ঞ, বিপণন বিশেষজ্ঞ, গ্রাফিক ও বিজ্ঞাপন ডিজাইনার, জনসংযোগ পেশাজীবী ও ফটোগ্রাফার। ঘোষণার তিন মাস পর এই পদক্ষেপ কার্যকর হবে, এই পদগুলোর জন্য ন্যূনতম মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫ হাজার রিয়াল।
এছাড়া মন্ত্রণালয় বেসরকারি খাতে বিক্রয় ভূমিকায় একই ধরনের ৬০ শতাংশ স্থানীয়করণের সীমা নির্ধারণ করেছে। এর মধ্যে বিক্রয় ব্যবস্থাপক, খুচরা ও পাইকারি বিক্রয় প্রতিনিধি, আইটি ও যোগাযোগ সরঞ্জাম বিক্রয় বিশেষজ্ঞ এবং বাণিজ্যিক বিশেষজ্ঞদের মতো পেশা অন্তর্ভুক্ত রয়েছে। এই নিয়ম তিন মাসের অতিরিক্ত সময়কালের পরেও কার্যকর হবে।
মন্ত্রণালয় জানায়, শ্রমবাজারকে আরো আকর্ষণীয় করে তোলা, উচ্চমানের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং যোগ্য সৌদি নাগরিকদের জন্য স্থিতিশীল চাকরি নিশ্চিত করতে নতুন এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি