কৌশলগত সম্পর্ক আরো সুদৃঢ় করতে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। এরমধ্যে রয়েছে বেসামরিক পারমাণবিক জ্বালানি ও অত্যাধুনিক এফ-৩৫ মার্কিন যুদ্ধবিমান বিক্রির বিষয়ে চুক্তি। মঙ্গলবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকে এসব চুক্তি সই হয়। খবর আরব নিউজের।
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে পারস্পরিক সম্পর্ক ও অংশীদারিত্ব এগিয়ে নেয়ার জন্য যৌথ প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ । তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার উপায় এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা করেন।
এছাড়া বৈঠকে অস্ত্র চুক্তি, পারমাণবিক সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও যুক্তরাষ্ট্রে সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় চুক্তি এবং স্মারকলিপিও সই হয়। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশ বেসামরিক পারমাণবিক জ্বালানিসংক্রান্ত একটি যৌথ ঘোষণা অনুমোদন করেছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তির বিস্তার রোধ-সংক্রান্ত কঠোর নীতির সঙ্গে সংগতি রেখে কয়েক দশকের জন্য শতকোটি ডলারের পারমাণবিক জ্বালানি অংশীদারত্ব গড়ে তোলার ক্ষেত্রে আইনি ভিত্তি তৈরি হবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তির একটি প্যাকেজও অনুমোদন করেছেন, যার মধ্যে সৌদি আরবে অত্যাধুনিক মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি-সংক্রান্ত চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে।
আরএ


ইউক্রেনকে ৭১০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে স্পেন