আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এয়ারবাসের ৬ হাজার বিমান মেরামতের নির্দেশ, ফ্লাইট বিপর্যয়ের শঙ্কা

আমার দেশ অনলাইন

এয়ারবাসের ৬ হাজার বিমান মেরামতের নির্দেশ, ফ্লাইট বিপর্যয়ের শঙ্কা
ছবি: আল জাজিরা

ইউরোপের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস তাদের এ৩২০ সিরিজের ছয় হাজার বিমানের জরুরি মেরামতের নির্দেশ দিয়েছে। বিশ্বব্যাপী তাদের বহরের অর্ধেকেরও বেশি বিমান এ নির্দেশনার আওতায় পড়েছে। এর ফলে বছরের ব্যস্ততম এই ভ্রমণ মৌসুমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ফ্লাইট চলাচলে বিপর্যয় দেখা দেয়ার শঙ্কা তৈরি হয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে পাওয়া এয়ারবাস বুলেটিনে বলা হয়েছে, সমস্যা সমাধানের অংশ হিসেবে বিমানগুলোকে আগের সফ্টওয়্যারে ফিরিয়ে নেয়া হবে। সফ্টওয়্যার আপডেট হওয়ার আগ পর্যন্ত বিমানগুলোর উড্ডয়নন বন্ধ থাকবে।

বিজ্ঞাপন

বিভিন্ন বিমান সংস্থা জানিয়েছে, এরফলে একাধিক অঞ্চলে ফ্লাইট বিলম্ব এবং বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুরস্কের পতাকাবাহী বিমান সংস্থা, টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে, এয়ারবাস সফ্টওয়্যার আপডেট জারি করার পর তারা এ৩২০ সিরিজের আটটি বিমানের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করেছে।

এ৩২০ সিরিজের বৃহত্তম অপারেটর আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই নির্দেশনায় তাদের বহরের বেশিরভাগ বিমানই প্রভাবিত হবে। আশা করা হচ্ছে, দুই ঘন্টার মধ্যে প্রতিটি বিমানের বেশিরভাগ মেরামত সম্পন্ন হবে।

ইউরোপীয় এবং এশিয়ান ক্যারিয়ারগুলোও প্রত্যাশিত বিলম্বের কথা জানিয়েছে। অনেকে এই পরিস্থিতিকে ‘গুরুতর’ বলে উল্লেখ করেছে, কারণ এতে তাৎক্ষণিকভাবে বিপুলসংখ্যক বিমান গ্রাউন্ডেড হয়ে গেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: