আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

আমার দেশ অনলাইন

পাক-আফগান সীমান্তে তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে
ছবি: আল জাজিরা

সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়ে উঠেছে। শুক্রবার গভীর রাতে সীমান্তে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষ শুরুর করার জন্য একে অপরকে দায়ী করেছে দুই দেশ। খবর আল জাজিরার

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র আফগান বাহিনীর বিরুদ্ধে চামান সীমান্তে ‘উসকানি ছাড়াই গুলিবর্ষণ’ করার অভিযোগ করেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, ‘পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ।’

সীমান্তে আফগানবাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০ টা ৩০ মিনিটের দিকে গুলি বিনিময় শুরু হয় এবং প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়।

কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমালের অভিযোগ, পাকিস্তানি বাহিনী ‘হালকা ও ভারী কামান’ দিয়ে আক্রমণ করেছে এবং বেসামরিক বাড়িঘরে মর্টার হামলা হয়েছে।

তিনি আরো বলেন, ‘সংঘর্ষ শেষ হয়েছে, উভয় পক্ষই বন্ধ করতে সম্মত হয়েছে।’

এই গোলাগুলির ঘটনা এমন সময় ঘটেছে যখন মাত্র দুই দিন আগে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে অনুষ্ঠিত শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেই আলোচনায় কোনো সমাধান না আসলেও উভয় পক্ষই তাদের নাজুক যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন