ইউরোপের নিরাপত্তায় তুরস্ক-যুক্তরাজ্য-জার্মানির নতুন সমীকরণ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৭: ১৭
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৭: ৩৫

ইউরোপের ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। তুরস্ক এখন আর শুধু ন্যাটোর প্রান্তিক সদস্য নয়, বরং ইউরোপের নিরাপত্তা স্থাপত্যের অপরিহার্য অংশে পরিণত হচ্ছে। ইউরোফাইটার যুদ্ধবিমান বিক্রয়কে ঘিরে নতুন এক ভূ-রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে, যেখানে ইউরোপ এখন তুরস্ককে কেবল প্রতিবেশী নয়, বরং নিরাপত্তার সহ-উৎপাদক হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

শনিবার (১ নভেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, ইউরোপীয় দেশগুলো এখন তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি ভাগাভাগি ও যৌথ প্রতিরোধ বলয় গঠনের উদ্যোগ নিচ্ছে। তুরস্ককে ইউরোপের যৌথ নিরাপত্তা স্থাপত্যের কেন্দ্রে বসাচ্ছে যুক্তরাজ্য ও জার্মানি।

বিজ্ঞাপন

বিশ্বের শক্তির ভারসাম্য পরিবর্তনের মধ্যেই এই নতুন সমীকরণ তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র ইউরোপ ও মধ্যপ্রাচ্যে তার উপস্থিতি কমাচ্ছে, অন্যদিকে চীন ও রাশিয়ার প্রভাব বাড়ছে। এমন বাস্তবতায় ইউরোপ উপলব্ধি করছে যে তাকে এখন নিজস্ব নিরাপত্তা কাঠামো গড়ে তুলতে হবে—যেখানে তুরস্কের ভৌগোলিক ও সামরিক অবস্থান হবে এক ‘ভূ-রাজনৈতিক বীমা নীতি’। ন্যাটোর পূর্বপ্রান্তে রাশিয়ার ভারসাম্য রক্ষাকারী শক্তি এবং দক্ষিণে অভিবাসন ও জ্বালানি রুটের নিয়ন্ত্রক হিসেবে তুরস্কের ভূমিকা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

সম্প্রতি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পর জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মার্জও আঙ্কারা সফর করেছেন। উভয় সফরের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল ইউরোফাইটার যুদ্ধবিমান বিক্রয়। এটি শুধু বাণিজ্যিক নয়, বরং ইউরোপ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতার নতুন ভিত্তি হিসেবে দেখা হচ্ছে।

ব্রেক্সিট-পরবর্তী যুগে যুক্তরাজ্য তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা ও গোয়েন্দা সহযোগিতা গভীর করছে। অপরদিকে জার্মানি অর্থনৈতিক ও শিল্প সহযোগিতার পাশাপাশি রাশিয়ার ওপর নির্ভরতা কমাতে তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক পুনর্নির্মাণ করছে।

ইউরোপের নতুন নিরাপত্তা স্থাপত্যে তুরস্ক এখন কেন্দ্রীয় ভূমিকায়। ব্রিটেন ও জার্মানির ধারাবাহিক উচ্চপর্যায়ের সফর দেখাচ্ছে—ইউরোপ তার ভবিষ্যৎ আর তুরস্ক ছাড়া কল্পনা করছে না। ইউরোফাইটার আলোচনা হয়ে উঠেছে সেই পরিবর্তনের প্রতীক, যা তুরস্ককে ইউরোপের প্রকৃত কৌশলগত অংশীদারে পরিণত করছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত